বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তথা মুকেশ আম্বানি এবং তাঁর কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে বড় পরিকল্পনা করছে। যেটি নিঃসন্দেহে চমকে দেবে সবাইকে। মুকেশ আম্বানি সম্প্রতি আসামে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি AI সম্পর্কিত তাঁর পরিকল্পনা ঘোষণা করেছেন। আম্বানি জানিয়েছেন, তাঁর কোম্পানি AI-তে বড় বিনিয়োগ করতে চলেছে।
দেশের (India) ভোল পাল্টাতে চলেছেন আম্বানি:
মুকেশ আম্বানি বলেছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আসামে একটি ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। এই সমস্ত ডেটা সেন্টার AI রেডি থাকবে। সেখানে অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিটে বক্তৃতা দিতে গিয়ে, মুকেশ আম্বানি আসামকে “উন্নয়নের সুযোগের দেশ” হিসেবে বর্ণনা করেছেন।
আসামের ৫ টি সেক্টরে ফোকাস করা হবে: মুকেশ আম্বানি বলেছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশের (India) এই রাজ্যে AI এবং ডেটা সেন্টারে বিনিয়োগ করবে। যার ফলে প্রত্যক্ষভাবে ওই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সেকটির এর সুফল পাবে। সামগ্রিকভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আগামী ৫ বছরে আসামে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন: ২০২৫-এর মেগা চমক! এই “ছোট্ট” জিনিস দিয়েই বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ভারত, বড় ঘোষণা বৈষ্ণবের
মুকেশ আম্বানি বলেছেন যে, আসামে বিনিয়োগের জন্য এই ৫ টি সেক্টর অগ্রাধিকার পাবে। এই সেক্টরগুলি হল AI এবং প্রযুক্তি, গ্রিন এনার্জি, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ, রিটেল, আতিথেয়তা এবং পর্যটন। এই ৫ টি সেক্টরে বিপুল বিনিয়োগের মাধ্যমে ওই রাজ্যের হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে। এদিকে, আসামে থাকাকালীন মুকেশ আম্বানি মা কামাখ্যা দেবীর মন্দিরেও গিয়েছিলেন।
আরও পড়ুন: আর মিলবে না ছাড়, টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ফের বড় ঝটকা দিল BCCI! নেওয়া হল বড় সিদ্ধান্ত
“AI মানে আসাম ইন্টেলিজেন্স”: মুকেশ আম্বানি তাঁর বক্তৃতায় জানান, চায়ের কারণে আসাম আজ “চায়ের স্বর্গ” নাম পেয়েছে। তবে শীঘ্রই বিশ্ব আসামকে “প্রযুক্তির স্বর্গ” নামেও জানবে। আসামের যুব সম্প্রদায় প্রযুক্তি সম্পর্কে জ্ঞাত। তাঁদের মাধ্যমে AI নতুন মাত্রা পাবে। আম্বানি আরও জানান, আগামী কয়েক দশকে, AI মানে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে না, বরং এই মানে পাল্টে হবে “আসাম ইন্টেলিজেন্স”। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ২০০৮ সালে, যখন এই বিনিয়োগকারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন রিলায়েন্স ওই রাজ্যে ৫০,০০ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই থেকে দেশের (India) ওই রাজ্যে রিলায়েন্সের বিনিয়োগ ১২,০০০ কোটি টাকায় পৌঁছেছে।