বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতের প্রথমসারির ধনকুবেরদের মধ্যে অন্যতম একজন হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। পাশাপাশি, তিনি তাঁর একাধিক কর্মকান্ডের জেরে প্রায়শই খবরের শিরোনামে থাকেন। সেই রেশ বজায় রেখেই এবার তাঁর এক বড় পদক্ষেপের প্রসঙ্গ সামনে এসেছে। জানা গিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) সম্প্রতি ৫০ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৪,০৬০ কোটি টাকা)-র বিনিময়ে জার্মানের রিটেল কোম্পানি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়ার এই দেশে থাকা ব্যবসা অধিগ্রহণ করার জন্য একটি চুক্তি সম্পন্ন করেছে।
এই প্রসঙ্গে শিল্পের সাথে যুক্ত সূত্রের মতে জানা গিয়েছে, ওই চুক্তিতে মোট ৩১ টি পাইকারি বিতরণ কেন্দ্র, ল্যান্ড ব্যাঙ্ক এবং মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির মালিকানাধীন অন্যান্য সম্পত্তিও অন্তর্ভুক্ত রয়েছে। এমতাবস্থায়, এই গুরুত্বপূর্ণ চুক্তিটি দেশের বৃহত্তম খুচরো বিক্রেতা রিলায়েন্স রিটেলকে B2B বিভাগে তার উপস্থিতি আরও ভালোভাবে জোরদার করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
প্রস্তাবে মিলেছে সম্মতি: সূত্র জানিয়েছে যে, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মেট্রো গত কয়েক মাস ধরে এই সংক্রান্ত আলোচনায় সামিল ছিল। পাশাপাশি, গত সপ্তাহে এই জার্মান সংস্থা রিলায়েন্স রিটেলের প্রস্তাবে সম্মত হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও, মেট্রো এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করা হলে উভয়েই এই প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকার করে।
SBI রিলায়েন্সকে ছাড়িয়ে গেছে: চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র মোট মুনাফা দাঁড়িয়েছে ১৪,৭৫২ কোটি টাকা। এর ফলে দেশের সবচেয়ে লাভজনক কোম্পানি হয়ে উঠেছে SBI। শুধু তাই নয়, ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকেও পিছনে ফেলে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিলায়েন্স সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ১৩,৬৫৬ কোটি টাকার মোট লাভ অর্জন করেছে। তবে এর আগে, কয়েক দশক যাবৎ দেশের সবচেয়ে লাভজনক কোম্পানি হিসেবে বিবেচিত ছিল ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।