আম্বানির চালে এবার বাড়ল মাস্কের টেনশন! আনতে চলেছেন ভারতের প্রথম হিউম্যানয়েড রোবট

বাংলা হান্ট ডেস্ক: এবার বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ককে টক্কর দিতে চলেছেন ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুকেশ আম্বানির সমর্থিত সংস্থা Adverb Technologies ২০২৫ সালে খুব আধুনিক মানুষের মতো রোবট (Humanoid Robot) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, ইলন মাস্কের টেসলা কোম্পানির রোবটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এই রোবটগুলি। নয়ডায় স্থিত কোম্পানি Adverb Technologies আগামী বছর এমন রোবট তৈরি করতে চলেছে যারা নিজেরাই চিন্তা করতে এবং কাজ করতে সক্ষম হবে।

আম্বানি আনতে চলেছেন ভারতের প্রথম হিউম্যানয়েড রোবট (Humanoid Robot):

বিভিন্ন কাজ করতে পারবে রোবটগুলি: জানিয়ে রাখি যে, এই রোবটগুলি (Humanoid Robot) ফ্যাশন থেকে শুরু করে রিটেল ও এনার্জি সেক্টরের মতো একাধিক ক্ষেত্রে কাজ করতে পারবে। এর পাশাপাশি ভারত সেই দেশগুলির তালিকায় যোগ দেবে যারা এই ধরণের (যেমন আমেরিকার টেসলা, বোস্টন ডায়নামিক্স এবং অ্যাজিলিটি রোবোটিক্স) রোবট তৈরি করছে।

Jio 5G ব্যবহার করা হবে: এই বিষয়ে Adverb-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সঙ্গীত কুমার জানিয়েছেন, “আমরা হিউম্যানয়েড রোবট (Humanoid Robot) তৈরির দিকে এগোচ্ছি। কারণ আমরা বিরক্তিকর, নোংরা এবং বিপজ্জনক কাজগুলিকে দূর করতে চাই।” এই সংস্থাটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাথে অংশীদারিত্বের সুবিধা নেবে এবং Jio-র AI প্ল্যাটফর্ম এবং 5G পরিষেবাগুলি ব্যবহার করবে।

Mukesh Ambani brings India's first humanoid robot.

শুধু তাই নয়, এই রোবটগুলিতে (Humanoid Robot) অত্যাধুনিক GPU প্রযুক্তি, কম শক্তি খরচের মোটর এবং দু’টি হাত থাকবে। যা তাদের বিভিন্ন ধরণের এলাকা জুড়ে চলাফেরা করতে এবং খুব জটিল কাজগুলি সম্পাদন করার ক্ষেত্রে সুবিধা প্রদান করবে। এই রোবটগুলিতে ভিজ্যুয়াল এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকশন (VLA) প্রযুক্তিও থাকবে। যাতে তারা কোনও মানুষের সাহায্য ছাড়াই নিজেরাই বিভিন্ন জায়গায় কাজ করতে সক্ষম হবে।

আরও পড়ুন: এবার দেশজুড়ে সড়ক সুরক্ষা হবে আরও জোরদার, কমবে দুর্ঘটনার সংখ্যাও, বিরাট পদক্ষেপ নিচ্ছে সরকার

চিনা কোম্পানিগুলির সঙ্গে হবে প্রতিযোগিতা: উল্লেখ্য যে, টেসলার অপটিমাস রোবটের দাম ২০,০০০ ডলার থেকে ২৫,০০০ ডলারের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। তবে, Adverb-এর সিইও সঙ্গীত কুমার বলেছেন যে, এই ধরণের রোবট (Humanoid Robot) তৈরি করতে অনেক টাকা খরচ হয়। পাশাপাশি, তিনি এটাও জানিয়েছেন যে, তাঁরা সরকার থেকে অর্থ পেলে সারা বিশ্বের কোম্পানিগুলির সাথে, বিশেষ করে চিনা কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতা করতে পারে।

আরও পড়ুন: শেষ ম্যাচে এল পরাজয়! চোখের জলে টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল

জানিয়ে রাখি যে, Adverb সংস্থাটি Reliance থেকে শুরু করে HUL এবং PepsiCo-এর মতো বড় কোম্পানিগুলিকে পরিষেবা প্রদান করে। এই সংস্থার লক্ষ্য অনেকগুলি ছোট কোম্পানির নেটওয়ার্ক তৈরি করা। যেমনটি তারা ভারতে গুদামগুলিকে স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে করেছিল। এই সামগ্রিক বিষয়টি ভারতের “মেক ইন ইন্ডিয়া” পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এর লক্ষ্য ভারতে এই ধরণের রোবটের (Humanoid Robot) সংখ্যা বৃদ্ধি করা এবং বিশ্বব্যাপী এই প্রযুক্তি গ্রহণের প্রচার করা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর