ক্যাম্পা কোলার পর মুকেশ আম্বানি কিনতে পারেন এই কোল্ড ড্রিংক কোম্পানি! নজরে রয়েছে আরও একটি সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জানা গিয়েছিল, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবার সফট ড্রিংক ব্র্যান্ড ক্যাম্পা কোলা-কে কিনেছেন। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে, মুকেশ আম্বানি এবার পানীয় অর্থাৎ বেভারেজ ব্যবসায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই আবহেই এবার আরও একটি খবর সামনে এসেছে। যা স্পষ্ট করে দিয়েছে, আম্বানির সংস্থা এখন বেভারেজ বাজারে ভালোভাবে যোগদান করতে চায়। প্রাপ্ত খবর অনুযায়ী, জানা গিয়েছে, এবার সংশ্লিষ্ট সংস্থা কার্বনেটেড বেভারেজ ব্র্যান্ড Big Cola-র নির্মাতা AJE ইন্ডিয়া লিমিটেডের সাথে একটি যৌথ ব্যবসায়িক চুক্তি করার পরিকল্পনা করছে।

রিলায়েন্স এই কোম্পানিটিকেও অধিগ্রহণ করতে পারে: জানা গিয়েছে, রিলায়েন্স রিটেল এবার ইন্দোরে স্থিত কোম্পানি আকাশ নামকিন প্রাইভেট লিমিটেডকেও অধিগ্রহণ করতে পারে। উল্লেখ্য যে, এই কোম্পানিটি ১৯৩৬ সালে শুরু হয়। সংস্থাটি বিভিন্ন ধরণের স্ন্যাকস তৈরি ও বিক্রির ব্যবসা করে। এছাড়াও কোম্পানিটি একাধিক ঐতিহ্যবাহী মিষ্টি যেমন বেসন লাড্ডু, গোলাপজাম এবং সোন পাপড়ির প্যাক তৈরি করে।

   

Big Cola সম্পর্কে জানুন: বর্তমান সময়ে রিলায়েন্স পানীয় ব্যবসায় দ্রুত এগিয়ে যেতে একাধিক আঞ্চলিক এবং স্থানীয় ব্র্যান্ডের সাথে আলোচনা করছে। এই পর্বে, তারা পেরু ভিত্তিক AJE গ্রুপের সাথেও আলোচনা সম্পন্ন করেছে। যার সদর দফতর পুণেতে অবস্থিত। বর্তমানে, কোম্পানিটি Big Cola, বিগ অরেঞ্জ, এনার্জি ড্রিংক বোল্ট এবং সিফ্রুটের মত পানীয় উৎপাদন করে। এমতাবস্থায়, রিলায়েন্স রিটেল এই কোম্পানির সাথে একটি যৌথ উদ্যোগ চুক্তিতে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে কোম্পানিটির উৎপাদন এবং ডেলিভারি ক্ষমতাও বৃদ্ধি পাবে।

ক্যাম্পা কোলা কোকা কোলা ও পেপসির সাথে লড়াই করবে: মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, পিওর ড্রিংকস গ্রুপের ঘরোয়া সফট ড্রিঙ্ক ব্র্যান্ড ক্যাম্পাকে কিনে নিয়েছে। পাশাপাশি, দীপাবলির মধ্যেই ক্যাম্পা ৩ টি ফ্লেভারে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। যাতে এর আসল ফ্লেভারের পাশাপাশি লেমন এবং অরেঞ্জ ফ্লেভারও অন্তর্ভুক্ত থাকবে। মোট ২২ কোটি টাকায় এই চুক্তি সম্পন্ন হয়।

Mukesh Ambani 1

এদিকে, মুকেশ আম্বানি যেভাবে বেভারেজ ব্যবসায় প্রবেশ করছেন, তাতে একটা বিষয় স্পষ্ট যে এবার কোকা কোলা এবং পেপসির মতো ব্র্যান্ডগুলি কঠিন প্রতিযোগিতা পেতে চলেছে। জানা গিয়েছে, ক্যাম্পা কোলা রিলায়েন্স রিটেলের নিজস্ব স্টোরের পাশাপাশি স্থানীয় দোকানগুলিতেও পাওয়া যাবে। অর্থাৎ, গ্রাহকেরা খুব সহজেই এই সফট ড্রিংকের সন্ধান পেতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর