বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির ভারতবর্ষের ছেড়ে যাওয়ার খবর সামনে আসছিল। সম্প্রতি একটি প্রতিবেদনে জানা গিয়েছিল হয়তো বা বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করতে পারেন তিনি। ভারতের এই সবচেয়ে বড় ধনকুবেরের সম্পর্কে বেশকিছু খবর এই মুহুর্তে ঘোরাফেরা করছে সংবাদমাধ্যমে। সম্প্রতি জানা গিয়েছে, বিদেশে বসবাসের জন্য ব্রিটেনকে বেছে নিয়েছেন তিনি।
জানিয়ে রাখি গত বছরের শুরুর দিকেই ৫৯২ কোটি টাকা দিয়ে ব্রিটেনের স্টোন পার্কে ৩০০ একরের একটি সম্পত্তি কিনেছিলেন তিনি। সেখানেই পরিবারসহ তিনি বসবাস করতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, লকডাউনের সময় আল্টামাউন্ট রোডে তার বাসভবন ‘অ্যান্টিলিয়া’-তেই বেশিরভাগ সময় কাটিয়েছিলেন মুকেশ আম্বানি। আর তখনই তিনি সিদ্ধান্ত নেন ব্রিটেনে স্থায়ীভাবে বসতি শুরু করবেন।
অর্থাৎ এবার ভারতের সাথে সাথে এই ধনকুবের দ্বিতীয় বাড়ি হতে চলেছে লন্ডনে। তবে মুম্বাইয়ের বাড়ি ছাড়ছেন না এই ধনকুবের। সময়ে সময়ে দু’জায়গাতেই স্থায়ীভাবে বসবাস করবেন তিনি। জানিয়ে রাখি গত লকডাউনে একদিকে যখন অর্থনৈতিক ধ্বসের জেরে বড় ক্ষতির মুখে পড়েছিল বড় বড় কোম্পানিগুলি, আম্বানির রিলায়েন্স গ্রুপ কিন্তু যথেষ্ট লাভের মুখ দেখেছে।
ভারতের আরেক বড় ধনকুবের গৌতম আদানির সাথে সাথেই মুকেশ আম্বানির সম্পদের পরিমাণও রীতিমত আকাশ ছুঁয়েছে এই করোনা কালে। অক্সফামের একটি রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র এই লকডাউনে প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে আম্বানির সম্পদের পরিমাণ। তবে সম্প্রতি আবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স থেকে ছিটকেও গিয়েছিলেন এই ভারতীয় ধনকুবের। তবে তা হলেও এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তি রিলায়েন্স গ্রুপের মালিকই।