বাংলাহান্ট ডেস্ক : ভারতের অন্যতম বিখ্যাত ও ধনী পরিবার আম্বানিরা। বছরের পর বছর ধরে দেশের অন্যতম শীর্ষ ধনী পরিবারের তকমা বজায় রেখেছে তারা। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় আম্বানি পরিবারের সদস্যদের কর্মকান্ড ভাইরাল হয়। কখনো চোখ ধাঁধানো পোশাকে হাজির হন মুকেশ পত্নী নীতা, আবার কখনো চমকপ্রদ বক্তৃতা দিয়ে ভাইরাল হন মুকেশ পুত্র অনন্ত।
আম্বানি পরিবারের জয়ধ্বজা বপন করেন প্রয়াত ধীরুভাই আম্বানি। ধীরুভাই আম্বানির হাত ধরে পথচলা শুরু করে রিলায়েন্স। ধীরুভাই আম্বানি নিজে অবশ্য বেশিদূর লেখাপড়া করতে পারেননি। মেট্রিকুলেশন পর্যন্ত পড়াশোনা করে তিনি চাকরি নিয়ে চলে যান আরবে। তারপর দেশে ফিরে এসে শুরু করেন রিলায়েন্স কোম্পানি।
তবে ধীরুভাই আম্বানি তার পুত্রদের উচ্চ শিক্ষিত করেছেন। মুকেশ আম্বানির তিন সন্তানরাও বজায় রেখেছেন সেই ধারা। চলুন দেখে নেওয়া যাক আম্বানি পরিবারের তিন সন্তান কত দূর পড়াশোনা করেছেন।
• আকাশ আম্বানি: ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে শুরু হয় আকাশের পড়াশোনা। এরপর তিনি আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। বর্তমানে আকাশ আম্বানি সামলাচ্ছেন জিওর চেয়ারম্যানের দায়িত্ব।
• অনন্ত আম্বানি: অনন্ত আম্বানিও তার শিক্ষাজীবন শুরু করেন ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে। এরপর আকাশ আম্বানির মতই তিনি স্নাতক পাস করেন আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে। বর্তমানে অনন্ত জিওর অতিরিক্ত চেয়ারম্যানের পদ সামলাচ্ছেন।
• ইশা আম্বানি: আম্বানি পরিবারের অন্য দুই সন্তানের মতই ইশা তার শিক্ষা জীবন শুরু করেন ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি। এরপর স্ট্যানফোর্ড থেকে MBA উত্তীর্ণ হন ইশা।