বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে অবসরের পথে পা বাড়াচ্ছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) । একটু একটু রিলায়েন্সের এই বিপুল সাম্রাজ্যকে তিনি নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন। আর এই গোটা বিষয়টিতে মুকেশ আম্বানি ভরসা দেখিয়েছেন তার মেয়ে ইশার (Isha Ambani) উপর। আর তাই তো তার বিরাট সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিলেন মেয়ে ইশার হাতে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সদ্যই জিও ফিনান্সিয়াল সার্ভিসের (Jio Financial Limited) ডিমার্চ ও লিস্টিং হয়েছে। এবার থেকে সংস্থাটি তার ফিনান্সিয়াল সার্ভিসকে রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেডের আওতায় আনতে চলেছে। এতদিন রিলায়েন্সের এই ইউনিটটি রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস লিমিটেড অর্থাৎ আরএসআইএল নামে পরিচিত ছিল।
জানা যাচ্ছে এবার থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ফিনান্সিয়াল সার্ভিস ইউনিটের নতুন নামকরণ হবে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ডিমারজারের জন্য রেকর্ড ডেট ধরা হয়েছে ১ জুলাইকে। অর্থাৎ ১ জুলাইয়ের রেকর্ডে যাদের শেয়ার রয়েছে, নতুন কোম্পানিতেও তাদের শেয়ার বরাদ্দ থাকবে।
এই নতুন কোম্পানিতে এক গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন মুকেশ কন্যা। শোনা যাচ্ছে জিও ফিনান্সিয়াল নন একজিকিউটিভ ডিরেক্টরের পদে বসতে চলেছেন ইশা আম্বানি। এছাড়াও বোর্ডে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রাক্তন কন্ট্রোলার এবং অডিটর জেনারেল অর্থাৎ সিএজি রাজীব মহর্ষি।
পাশাপাশি রাজীব মহর্ষিকে পাঁচ বছরের জন্য স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োজিত করা হয়েছে। এছাড়া রিলায়েন্সের সিইও অংশুমান ঠাকুরকেও নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি স্বাধীন পরিচালক হিসেবে নিয়োজিত হয়েছেন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ সুনীল মেহতা এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিমল মনু তান্নাও। মনু তান্না এর আগে PwC-এর সঙ্গে কাজ করেছেন।
সূত্রের খবর, দেশের পঞ্চম বৃহৎ ফিনান্সার হতে চলেছে এই সংস্থা। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, ফিনান্সের পাশাপাশি সংস্থাটি, বীমা, পেমেন্ট, ডিজিটাল ব্রোকিং, অ্যাসেট ম্যানেজমেন্টের দিকেও ঝুঁকতে পারে। অর্থাৎ ইশার এই সংস্থা এবার পেটিএম বা বাজাজ ফিনান্সের মত সংস্থার সাথে সরাসরি প্রতিযোগিতায় নামতে চলেছে।