বাবার সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতার ব্যবসার বাজারে বেশ সুনাম অর্জন করেছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) মেয়ে ইশা আম্বানিও (Isha Ambani)। রিলায়েন্স জিও-র পর এবার রিলায়েন্স রিটেল নিয়ে বড় পরিকল্পনার পথে আম্বানি পরিবার। আর এই রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের বোর্ডের অন্যতম সদস্য হচ্ছেন মুকেশ কন্যা ইশা অম্বানী।
বর্তমান সময়ে জিও সিম থেকে শুরু করে জিও ফোন, ব্যাপকহারে ছড়িয়ে গিয়েছে ভারতের বাজারে। তবে এবার রিলায়েন্স জিও-র পর রিলায়েন্স রিটেল নিয়ে বড়সড় ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে আম্বানিরা। আর এই ব্যাপারে এগিয়ে রয়েছে আম্বানি (Mukesh Ambani) কন্যা ইশা আম্বানি।
জানিয়ে রাখি, রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের বোর্ডের অন্যতম সদস্য হলেন মুকেশ আম্বানির একমাত্র কন্যা ইশা অম্বানী। ২০২২ সালের ডিসেম্বরে ২৮৫০ কোটি টাকার বিনিময়ে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কিনে নিয়েছিল রিলায়েন্স রিটেল সংস্থা। সেই থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছেন ইশা আম্বানি।
প্রথমটায় ২১ টি শহরে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ৩১ টি দোকান থাকলেও, বর্তমান সময়ে ১৮০ টি শহরে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ২০০ টিরও বেশি দোকান খোলা রয়েছে। এমনকি এপ্রিল- জুন ত্রৈমাসিকে ৩০ টি নতুন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি খুলেছে ইশা আম্বানির রিলায়েন্স রিটেল সংস্থা।
এই মূহুর্তে ৮১.৩ মিলিয়ন বর্গফুট জুড়ে রয়েছে ইশা আম্বানির রিলায়েন্স রিটেল সংস্থার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। বছরের প্রথম ত্রৈমাসিকে ২১ টি শহরে ৩১ টি দোকান খোলার পাশাপাশি খুচরো বাজারের বিস্তার বৃদ্ধি করেছে মোট ১৫.১৫ শতাংশ। যার ফলে আগের তুলনায় অনেটাই লাভের মুখ দেখছেন ইশা আম্বানি (Isha Ambani)।