২৭ তলা ‘অ্যান্টিলিয়া’য় ঘরের সংখ্যাই এত! মুকেশ অম্বানির বাড়িতে মাসে বিদ্যুতের বিল কত আসে জানেন?

বাংলাহান্ট ডেস্ক: রিলায়েন্স সংস্থার মালিক মুকেশ অম্বানি (Mukesh Ambani) ভারতের শ্রেষ্ঠ ধনকুবেরদের মধ্যে একজন। সারা দেশে তো বটেই, গোটা বিশ্বেও তাঁর মতো ধনী মানুষের সংখ্যা হাতে গোণা। আর এই বিপুল সম্পত্তি কার্যত নিজের ব্যবসায়িক বুদ্ধি এবং কঠোর পরিশ্রম দিয়েই তৈরি করেছেন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাড়াতে বাড়াতে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি। দেশে বিদেশে বহু বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, বাংলোর মালিক অম্বানিরা। তবে তাঁদের বিপুল সম্পত্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল তাঁদের বাসস্থান অ্যান্টিলিয়া।

Mukesh ambani electric bill is crore of indian rupee nn

মুম্বই শহরের অভিজাত এলাকায় অনেকটা জায়গা নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অ্যান্টিলিয়া। ২৭ তলা বিল্ডিংটির গঠন, ডিজাইন বাইরে থেকে যতটা আকর্ষণীয়, অন্দর ততোধিক সুন্দর। গোটা দেশে অ্যান্টিলিয়ার মতো বিলাসবহুল এবং বিরাট ব্যক্তিগত বহুতল আর দুটি নেই। সুইমিং পুল, জিম, ব্যক্তিগত হেলিপ্যাড কী নেই অ্যান্টিলিয়ায়? ঘরের সংখ্যাই গুনতে গুনতে মাথায় হাত পড়ার জোগাড় হবে।

এমতাবস্থায় কখনো ভেবে দেখেছেন, অম্বানির বাড়িতে বিদ্যুতের বিল কত আসে? মোট ২৭ তলা বাড়িতে জিম, সুইমিং পুল ছাড়াও রয়েছে একটি ব্যক্তিগত থিয়েটার, বলরুম সহ আরো হরেক বিনোদনের যোগান। সন্ধ্যা হলেই আলো ঝলমলে হয়ে ওঠে অ্যান্টিলিয়া। বাড়িতে ঘরের সংখ্যাই ৫০ এর কাছাকাছি। তাই বিলটাও যে বড় অঙ্কের আসবে তা বলাই বাহুল্য।

সূত্রের খবর অনুযায়ী, এই বাড়িতে অম্বানি পরিবার ছাড়াও থাকে তাঁদের প্রায় ৫০০-৬০০ কর্মচারী। মাসে প্রায় ৬৩৭.২৫০ ইউনিট বিদ্যুৎ খরচ হয় অ্যান্টিলিয়াতে। সূত্রের খবর মানলে এক মাসে প্রায় ৭০ লক্ষ টাকা বিদ্যুতের বিল দিতে হয় মুকেশ অম্বানিকে। এই টাকায় সারা জীবন হেসেখেলে কাটিয়ে দিতে পারবে যে কোনো সাধারণ মানুষ।

Niranjana Nag

সম্পর্কিত খবর