বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের সাথে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত চুক্তির ঘোষণা করে ভারতী এয়ারটেল। এবার গাঁটছড়া বাঁধছেন মুকেশ আম্বানি আর ইলন মাস্ক (Mukesh Ambani-Elon Musk)। ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও স্পেসএক্সের (Reliance Jio-SpaceX) সাথে চুক্তি স্বাক্ষর করল ভারতের প্রত্যন্ত অঞ্চলে স্টারলিংকের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানের উদ্দেশ্যে।
মুকেশ আম্বানি-ইলন মাস্কের (Mukesh Ambani-Elon Musk) চুক্তি
এই চুক্তির ফলে ভারতের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে জিও। বর্তমানে ভারতের বৃহত্তম মোবাইল সার্ভিস অপারেটর মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও। অন্যদিকে, স্পেসএক্স কর্ণধার ইলন মাস্কের (Elon Musk) স্টারলিংক (Starlink) বিশ্বের শীর্ষস্থানীয় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা।
আরও পড়ুন : বিধানসভার ভেতর খুন হতে পারেন শুভেন্দু অধিকারী! খোদ বিধায়কের দাবিতে তোলপাড়
ভারতের বাজারে আম্বানি ও মাস্কের (Mukesh Ambani-Elon Musk) এই চুক্তি আগামী দিনে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তেমনটাই মনে করছে ওয়াকিবহালমহল। বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে বা পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক প্রতিস্থাপন করা অত্যন্ত কঠিন কাজ। সেইসব অঞ্চলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আগামী দিনে অত্যন্ত কার্যকরী হতে চলেছে।
আরও পড়ুন : SBI-এর দুর্ধর্ষ অফার! প্রতি মাসে মাত্র এত টাকা বিনিয়োগ করেই হয়ে যান কোটিপতি
জানা যাচ্ছে, জিও স্টোরের পাশাপাশি অনলাইনেও ভারতের গ্রাহকদের জন্য উপলব্ধ হবে স্টারলিংক সলিউশনের যাবতীয় পরিষেবা। একটি বিবৃতিতে জিও জানিয়েছে, স্পেসএক্সের সাথে চুক্তি ভারতে সবার কাছেই ইন্টারনেট অ্যাক্সেস বাড়িয়ে করে তুলবে আগামীদিনে। স্টারলিংক দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে সবচেয়ে চ্যালেঞ্জিং স্থানে উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবার মাধ্যমে JioAirFiber এবং JioFiber এর পরিপূরক হয়ে উঠবে।
রিলায়েন্স জিও গ্রুপের সিইও ম্যাথিউ ওমেন জানান, “প্রত্যেক ভারতীয়ের কাছে সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ-গতির ব্রডব্যান্ডে পরিষেবা নিশ্চিত করাই জিওর প্রধান কাজ।” স্পেসএক্সের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েলের কথায়, “ভারতের ইন্টারনেট কানেকশনকে আরও উন্নত করার জন্য জন্য আমরা জিওর প্ল্যানিংয়ের প্রশংসা করি।”