সঙ্কটে আম্বানি! একদিনেই ডুবল ৪৩ হাজার কোটি টাকা, সামনে এল কারণ

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার ভারতের (India) শ্রেষ্ঠ ধনুকবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থায় বিরাট পতন পরিলক্ষিত হয়েছে। মূলত, দেশের বৃহত্তম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ার ২ শতাংশের বেশি পতনের সাথে বন্ধ হয়েছে। পাশাপাশি, শুক্রবার কোম্পানিটির শেয়ারে যথেষ্ট প্রফিট বুকিং দেখা গেছে।

যার কারণে কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বেশি পতন হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে কোম্পানিটির মার্কেট ক্যাপ কমেছে। এদিকে, রিলায়েন্সের শেয়ারে প্রফিট বুকিংও শেয়ার বাজারে বড় পতনের কারণ বলে মনে করা হচ্ছিল।

Mukesh Ambani faced a loss of 43 thousand crore rupees in one day.

রিলায়েন্সের শেয়ারে পতন: শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে বড় পতন হয়েছে। BSE-র তথ্য অনুসারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২.১৭ শতাংশ অর্থাৎ ৬৩.৬০ টাকা কমে ২,৮৬৮.৫০ টাকায় বন্ধ হয়েছে। এদিকে, শুক্রবার কোম্পানির শেয়ার দিনের নিম্ন স্তরে পৌঁছে যায় ২,৮৩২.৭০ টাকায়। তবে, এই কোম্পানির শেয়ার শুক্রবার ২,৯৩৮.৫৫ টাকার সামান্য বৃদ্ধির সাথে খুলেছিল। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, গত এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১.৮৪ শতাংশ। পাশাপাশি, চলতি বছরের কথা বললে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশ।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগেই ঘটল অঘটন! ICC-র বার্ষিক আপডেটে পুড়ল কপাল, মন খারাপ রোহিত বাহিনীর

ক্ষতি হয়েছে ৪৩,০০০ কোটি টাকা: প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের পতনের কারণে কোম্পানির ভ্যালুয়েশনে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩,০০০ কোটি টাকার বিশাল পতন হয়েছে। তথ্য অনুসারে, এক দিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ছিল ১৯,৮৩,৭৬৮.১৯ কোটি টাকা। যা শুক্রবার নেমে এসেছে ১৯,৪০,৭৩৮.৪০ কোটি টাকায়।

আরও পড়ুন: রাম মন্দির নিয়ে জাতিসংঘে ফের বিষদগার পাকিস্তানের! ভারতের কড়া জবাবে হল মুখ বন্ধ

এর মানে হল যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ৪৩,০২৯.৭৯ কোটি টাকা কমেছে। তবে, বিশেষজ্ঞদের মত অনুযায়ী আমরা আগামী দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে বৃদ্ধি দেখতে পারি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর