বিশ্বের শীর্ষ ১০ ধনীদের তালিকা থেকে বাদ আম্বানি! মহিলাদের মধ্যে বাজিমাত রোশনি নাদারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ব্যবসার জগতে রাতারাতি বড়সড় পরিবর্তন ঘটে গেল। এশিয়া তথা ভারতের (India) ধনীতম ব্যক্তি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি হারালেন নিজের স্থান। বিশ্বের ১০ সর্বোচ্চ ধনী ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গিয়েছেন অম্বানি। গত বছরের তুলনায় এ বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে তাঁর সম্পত্তি থেকে। গত বছরেই ধুমধাম করে ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ে দিয়েছেন মুকেশ অম্বানি। আর তারপরেই এই বড়সড় অঘটন।

বিশ্বের সর্বোচ্চ ১০ ধনীদের মধ্যে নেই অম্বানি (India)

হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫ এর তথ্য অনুসারে, বর্তমানে টেসলার সিইও ইলন মাস্ক বিশ্বের সর্বাধিক ধনী ব্যক্তি। এক ধাক্কায় ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ। এখন তাঁর সম্পত্তির পরিমাণ ৪২০ বিলিয়ন ডলার। অন্যদিকে এইচসিএল এর রোশনি নাদার বিশ্বের ধনীতম মহিলাদের মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছেন। তিনিই প্রথম ভারতীয় (India) নারী যিনি সেরা দশের তালিকায় নাম লেখাতে পেরেছেন। সাড়ে তিন লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর কাছে।

Mukesh ambani falls, roshni nadar emerges as first indian richest woman

কত কমল সম্পত্তি: উল্লেখ্য, রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানির পরিবারের বর্তমান সম্পত্তির পরিমাণ ৮.৬ লক্ষ কোটি টাকা। গত বছরের তুলনায় ১ লক্ষ কোটি টাকা কমেছে তাঁর সম্পত্তি, যা কিনা প্রায় ১৩ শতাংশ। জানা যাচ্ছে, মাথায় করের বোঝা বাড়তেই সম্পদ কমেছে অম্বানির। তবে সম্পত্তির পরিমাণ কমলেও এশিয়ার সর্বাধিক ধনী ব্যক্তির তকমা কিন্তু এখনো তাঁরই দখলে রয়েছে। এক্ষেত্রে আবারও গৌতম আদানিকে পেছনে ফেলেছেন তিনি। যদিও আদানির পরিবারের সম্পত্তি ১৩ শতাংশ অর্থাৎ প্রায় ১ লক্ষ কোটি টাকা বেড়েছে। ভারতের (India) সর্বাধিক ধনী ব্যক্তিদের তালিকায় তাঁর নাম রয়েছে দ্বিতীয় স্থানে। আর তারপরেই প্রথম বারের মতো এই তালিকায় জায়গা করে নিয়েছেন রোশনি নাদার।

আরো পড়ুন : সরাসরি চালকের পকেটে ঢুকবে লাভের টাকা! এবার বিশেষ ট্যাক্সি সার্ভিস চালু করার পথে কেন্দ্র

দেশের সর্বোচ্চ ধনকুবের কারা: তালিকার চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন সান ফার্মার দিলীপ সাংভি। ২১ শতাংশ বেড়ে তার সম্পত্তির পরিমাণ বর্তমানে আড়াই লক্ষ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছেন উইপ্রোর (India) আজিম প্রেমজি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২.২ লক্ষ কোটি টাকা আর ষষ্ঠ স্থানে রয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। তাঁর মোট সম্পদের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা। একই স্থানে জায়গা করে নিয়েছেন সাইরাস পুনাওয়ালাও। যদিও তাঁর সম্পত্তি কমে গিয়েছে ৮ শতাংশ।

আরো পড়ুন : সেকেন্ড ইয়ারেই ছাড়েন কলেজ, স্নাতক পাশও করেননি! বিতর্কের “শিরোমণি” কুণালের সম্পত্তি কত জানেন?

সর্বাধিক ধনী তালিকার অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন বাজাজ অটোর নীরজ বাজাজ। তাঁর সম্পত্তির পরিমাণ বর্তমানে ১.৬ লক্ষ কোটি টাকা। নয় নম্বরে যৌথ ভাবে রয়েছেন রবি জয়পু্রিয়া এবং রাধাকিষন দামানি। দুই শিল্পপতিরই সম্পত্তির পরিমাণ ১.৪ লক্ষ কোটি টাকা। তালিকা থেকে পাওয়া আরো তথ্য অনুযায়ী, দেশের মধ্যে সর্বাধিক ধনকুবেরের বাস মুম্বই নগরীতে। শীর্ষ ১০ জন ধনকুবেরের মধ্যে ৫ জনই থাকেন মুম্বইতে। নয়াদিল্লিতে রয়েছেন ২ জন। আর বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং পুনেতে একজন করে ধনকুবেরের বাস রয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X