বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত তথা বিশ্বের অন্যতম ধনকুবের হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। পাশাপাশি, এই বিজনেস টাইকুন প্রায়শই তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জেরে খবরের শিরোনামে উঠে আসেন। তবে, এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। জানা গিয়েছে মুম্বাইতে (Mumbai) বুধবার দুপুর ১২ টা ৫৭ মিনিট নাগাদ শহরের একটি হাসপাতালে ফোন কলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের জারি করা একটি বিবৃতি অনুসারে জানা গিয়েছে যে, বিষয়টি স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ঘটেছে। হঠাৎ হাসপাতালের ল্যান্ডলাইনে একটি ফোন আসে। পাশাপাশি, ওই ফোন মারফত হাসপাতালটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, একটি অপরিচিত নম্বর থেকে কলটি এসেছিল। ফোনের ওপার থেকে আম্বানি পরিবারের কয়েকজন সদস্যের নাম উল্লেখ করে এই হুমকি দেওয়া হয়। সূত্র অনুযায়ী খবর মিলেছে যে, ওই ফোনে মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এমতাবস্থায়, এই চাঞ্চল্যকর ঘটনায় ডিবি মার্গ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য যে, এর আগেও রিলায়েন্স ফাউন্ডেশনের এই হাসপাতালের ল্যান্ড লাইনে একটি ফোন এসেছিল এবং তখনও আম্বানি পরিবারের উদ্দেশ্যে হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি, ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতাও করে পুলিশ।
A call was received on the landline number of Sir HN Reliance Foundation Hospital at 12.57pm today from an unknown number in which the caller threatened to blow up the Hospital and issued threats in name of some members of the Ambani family: Mumbai Police pic.twitter.com/6LwL14l27A
— ANI (@ANI) October 5, 2022
হোটেল লীলায় বোমা মারার হুমকি দেওয়া হয়: জানিয়ে রাখি যে, গত আগস্ট মাসে দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ের বিখ্যাত ললিত হোটেলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। পাশাপাশি, সেই ঘটনায় ৫ কোটি টাকার দাবিতে সন্দেহভাজন দু’জনকে আটকও করে পুলিশ। ওই ঘটনায় মূলত, হোটেল প্রশাসনের কাছে ফোন করে ৫ কোটি টাকা দাবি করা হয়। পরে অবশ্য ৩ কোটি টাকা দাবি করা হয়। নাহলে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয় ফোন মারফত।