গণবিবাহে চার হাত এক ৫০ জন নারী-পুরুষের! সোনা-গয়না, থেকে চেক উপহারে কী দিলেন আম্বানিরা?

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার মুম্বাইয়ের থানেতে আম্বানিদের রিলায়েন্স কর্পোরেট পার্কে বসেছিল জমকালো এক গণবিবাহের (Mass Wedding) আসর। মূলত দুস্থ পরিবারের ৫০ জন নারী পুরুষ যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্যই এই জমকালো গণবিবাহের (Mass Wedding) আয়োজন করেছিলেন আম্বানি পরিবার। এদিনের এই অনুষ্ঠানে হাতজোড় করে ঢুকতে দেখা যায় মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানিকে (Nita Ambani)।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) আয়োজিত অনুষ্ঠানে চার হাত এক হল ৫০ জন নারী পুরুষের

এদিন মুকেশ আম্বানির পরনে ছিল সাদা শার্ট আর কালো ট্রাউজার। অন্যদিকে নীতা আম্বানির পরেছিলেন লাল সিল্কের শাড়ি ম্যাচিং ব্লাউজ।  সঙ্গে ছিল ম্যাচিং লাল রংয়ের পোটলি ব্যাগ। এদিন নীতা আম্বানি পরেছিলেন হালকা সোনার গয়না। তাঁর গলায় ছিল সোনার নেকলেস আর কানে ছোট ঝুমকো।

   

প্রসঙ্গত চলতি মাসের  আগামী ১২ ই জুলাই চার হাত এক হবে, মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের।ছোট ছেলের বিয়ের আগেই এদিন মুম্বাই শহরে এক বিশাল গণ বিবাহের আসর বসিয়েছিলেন আম্বানি পরিবার। এদিনের অনুষ্ঠানে নীতা আম্বানি বহু  নবদম্পতির কাছে গিয়ে হাসিমুখে তাদের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: হঠাৎ পাল্টে গেল রাধিকা-অনন্তের গণবিবাহের ভেনু! ফাইনালি কোথায় হচ্ছে? জানলে ঢোক গিলবেন

কখনও  আবার নববধূকে জড়িয়ে ধরে হাসিমুখেও কথা বলতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। অনেক নবদম্পতি আবার নীতা আম্বানির পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন।সব মিলিয়ে আম্বানি পরিবারের এদিনের এই আতিথিয়তায় মুগ্ধ হয়ে গিয়েছেন গণবিবাহের আসরে উপস্থিত নব দম্পতিরা।

তবে এই  অনুষ্ঠানে শুধু মুখে শুভেচ্ছা বিনিময় নয় নব দম্পতিদের হাতে আশীর্বাদ হিসেবে বেশ কিছু মূল্যবান উপহারও তুলে দিয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। ANI সূত্রে খবর এদিন তাঁরা প্রত্যেক দম্পতিকে মঙ্গলসূত্র, আংটি এবং নাকছাবি সহ সোনার গয়না এবং পায়ের আংটি ও পায়ের পাতার মতো রুপোর অলংকার উপহার দিয়েছেন। এছাড়াও প্রত্যেক নববধূর হাতে স্ত্রীধন  হিসেবে নীতা আম্বানি তুলে দিয়েছেন এক লক্ষ এক টাকার চেক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর