মুকেশ আম্বানির বড় চমক! স্ত্রী নীতাকে উপহার দিলেন ৭০০০০০০০০০০০ কোটির কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: দেশের শ্রেষ্ঠ ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মালিক মুকেশ আম্বানি ইতিমধ্যেই একটি বড় চুক্তি সম্পন্ন করেছেন। এক বছরের আলোচনার পর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ Viacom18 এবং Disney-র মধ্যে চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির মাধ্যমে, Disney Star India এবং রিলায়েন্সের Viacom18 এখন এক হয়ে গেছে। শুধু তাই নয়, এই চুক্তির পরে, রিলায়েন্সের কাছে ২ টি OTT এবং ১২০ টি চ্যানেল সহ ৭৫ কোটি দর্শকের ডেটাবেস রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন কোম্পানির দায়িত্ব স্ত্রী নীতা আম্বানির হাতে তুলে দিয়েছেন মুকেশ আম্বানি।

রিলায়েন্সের (Reliance Industries) নতুন কোম্পানি:

নীতা আম্বানির হাতে নতুন কোম্পানির কমান্ড: জানিয়ে রাখি যে, ৭০,৩৫২ কোটি টাকার এই চুক্তিতে রিলায়েন্সের (Reliance Industries) ৬৩.১৬ শতাংশ শেয়ার থাকবে। আর Disney-র থাকবে ৩৬.৮৪ শতাংশ শেয়ার। নীতা আম্বানি তিনজন CEO সহ এই সংস্থার দায়িত্ব নেবেন। এই যৌথ উদ্যোগের মোট ভ্যালু ৭০,০০০ কোটি টাকার বেশি হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই জয়েন্ট ভেঞ্চার বার্ষিক ২৬,০০০ কোটি টাকা আয় করবে। রিলায়েন্স এই চুক্তিতে ১১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

Mukesh Ambani gifted his wife Reliance Industries new company.

বড় দায়িত্ব নীতা আম্বানির হাতে: এমতাবস্থায়, ১০০ টিরও বেশি চ্যানেল এবং ২ টি OTT চ্যানেল যুক্ত এই মিডিয়া সংস্থার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে নীতা আম্বানির হাতে। তিনি এই জয়েন্ট ভেঞ্চারের চেয়ারপারসন হবেন। পাশাপাশি থাকবেন তিনজন CEO। কেভিন ভাজ সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে এন্টারটেনমেন্ট অর্গানাইজেশনের নেতৃত্ব দেবেন। কিরণ মানি জয়েন্ট ডিজিটাল অর্গানাইজেশনের দায়িত্ব নেবেন এবং সঞ্জোগ গুপ্ত জয়েন্ট স্পোর্টস অর্গানাইজেশনের নেতৃত্ব দেবেন। নতুন এই কোম্পানির ভাইস চেয়ারম্যান হবেন উদয় শঙ্কর। সোনি, নেটফ্লিক্স, অ্যামাজনের মতো সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করার চ্যালেঞ্জ থাকবে নীতা আম্বানির সামনে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় চোট পেলেন বিরাট কোহলি! পৌঁছলেন হাসপাতালেও, বড় ধাক্কার মুখে টিম ইন্ডিয়া

শেয়ারের ওপর প্রভাব: এই মেগা চুক্তির পর রিলায়েন্সের (Reliance Industries) শেয়ারে প্রভাব দেখা যাবে। সম্প্রতি, বিদেশি ব্রোকারেজ হাউস CLSA তাদের সর্বশেষ রিপোর্টে রিলায়েন্সের শেয়ার নিয়ে একটি বড় কথা বলেছে। CLSA-র রিপোর্ট অনুসারে, আগামী সময়ে রিলায়েন্সের শেয়ারের বর্তমান স্তর থেকে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। CLSA-র মতে, রিলায়েন্স শেয়ারের বর্তমান পতন বিনিয়োগকারীদের জন্য একটি সুযোগ। বিশেষ করে সেই বিনিয়োগকারীদের জন্য যারা দীর্ঘমেয়াদে রিলায়েন্সে বিনিয়োগ করতে চান।

আরও পড়ুন: শত্রুদের খেলা এবার শেষ! ভারতের দূরপাল্লার ক্রুজ মিসাইল প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ, ভাইরাল হল ভিডিও

ব্রোকারেজ ফার্মটি তাদের রিপোর্টে দাবি করেছে যে ২০২৫ সালে রিলায়েন্সের (Reliance Industries) ব্যবসায় একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাবে। কোম্পানির নিউ এনার্জি থেকে শুরু করে রিটেল ব্যবসাতেও গতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, জিও এয়ারফাইবারের গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং শেয়ার মার্কেটে রিলায়েন্স জিও-র প্রবেশের মতো ভবিষ্যতের পরিকল্পনার ভিত্তিতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলেও অনুমান করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর