খুব সহজে রিলায়েন্সের পার্টনার হয়ে শুরু করুন ব্যবসা, মুকেশ আম্বানির সংস্থা দিচ্ছে বড় সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্তের জন্য অতীতে খবরের হেডলাইন্সে উঠে এসেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। টেলিকম থেকে পেট্রোল, বিভিন্ন ক্ষেত্রে রিলায়েন্স নিজেদের দাপট বজায় রেখেছে। অন্যান্যদের পিছনে ফেলে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পছন্দ করেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এবার তেমনই একটি খবর উঠে আসছে।

রিলায়েন্স গ্রুপের অন্যতম একটি প্রধান ব্যবসা হল রিলায়েন্স পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম ব্যবসা থেকে বছরে কোটি কোটি টাকা লাভ হয় আম্বানিদের। ১৯৯১ সালে রিলায়েন্স গোষ্ঠী পেট্রোলিয়াম ব্যবসা শুরু করে। বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার রিলায়েন্স নির্মাণ করেছে গুজরাটে। প্রতিদিন ১.২৪ মিলিয়ন ব্যারল উৎপন্ন হয় এই কারখানায়।

সারা দেশ জুড়ে রিলায়েন্সের ৬৪ হাজার পেট্রোল পাম্প রয়েছে। আপনাদের জানিয়ে রাখি আপনারা চাইলে রিলায়েন্স পেট্রোল পাম্পের ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখান থেকে আপনারা বছরের লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন। রিলায়েন্সের পেট্রোল পাম্পের ডিলারশিপ নেওয়ার জন্য কী কী প্রয়োজন সেই নিয়েই আমরা এই প্রতিবেদনে আজ আলোচনা করব।

শহরে রিলায়েন্স পেট্রোল পাম্পের ডিলারশিপ নেওয়ার জন্য আপনার থাকতে হবে ৮০০ বর্গফুট জায়গা। থাকতে হবে তিনজন পাম্প ম্যানেজার। থাকতে হবে একটি শৌচাগার। নূন্যতম ৭০ লক্ষ টাকার বাজেট প্রয়োজন হবে এক্ষেত্রে। হাইওয়েতে পেট্রোল পাম্প খোলার জন্য প্রয়োজন ১৫০০ বর্গফুট জায়গা।

money prize

ভেহিকেলে হাওয়া ভরার জন্য প্রয়োজন দুইজন কর্মীর। সব মিলিয়ে ৮ জন কর্মচারী থাকতে হবে সেখানে। ডিস্ট্রিবিউশনশিপ থাকতে হবে পেট্রোল, ডিজেল, সিএনজির। এছাড়াও প্রয়োজন নাইট্রোজেন গ্যাস। রিফান্ডেবেল ডিপোজিট ফি হিসেবে জমা করতে হবে ২৩ লক্ষ টাকা। ৩.৫ লক্ষ টাকা প্রয়োজন সাইন ইন ফি হিসেবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর