এলন মাস্কের একদিনের রেকর্ড কামাইয়ের কাছে হেরে ১০০ বিলিয়ান ক্লাব থেকে ছিটকে গেলেন আম্বানি

বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার অব্দি টেসলার শেয়ারে রেকর্ড পরিমাণ বৃদ্ধির ফলে এইমুহূর্তে সবচেয়ে বড় ধনী হয়ে উঠেছেন ইলন মাস্ক। এই মুহূর্তে তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ বিলিয়ন ডলারে। খুব দ্রুতই হয়তো মোট সম্পদের ক্ষেত্রে বিশ্বের প্রথম ধনী হিসেবে ১ ট্রিলিয়ন ছুঁয়ে ফেলবেন মাস্ক। তবে একদিকে যখন আমেরিকার এই ধনকুবের পরস্পর লাভের মুখ দেখছেন, তখনই অন্যদিকে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির দিন বেশ কিছুটা খারাপ চলছে। লাগাতার শেয়ার পতনের জেরে এবার ১০০ বিলিয়ন ক্লাব থেকেও ছিটকে গিয়েছেন তিনি।

জানিয়ে রাখি এশিয়ার ধনীদের তালিকায় যদিও এখনও প্রথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি, তবে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২.৮৫ শতাংশ হ্রাস পেয়েছে। যার ফলে ৩.০৪ বিলিয়ন ডলার ঘাটতির ফলে আম্বানির মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯৯.২ বিলিয়ন ডলারে। যার ফলে সম্প্রতি ১০০ বিলিয়ন ক্লাব থেকে ছিটকে গিয়েছেন তিনি। যদিও এই বছরে অনেকটাই বেড়েছিল আম্বানির সম্পদের পরিমাণ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্পদে এ বছর মোট বৃদ্ধির পরিমাণ ছিল ২২.৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে এখন সময় ভালো চলছে ভারতের দ্বিতীয় বড় ধনকুবের গৌতম আদানির। ফের একবার বিশ্বের সেরা ধনীদের তালিকায় এক স্থান ওপরে উঠে এসেছেন তিনি। এবার তিনি পেছনে ফেলেছেন স্পেনের আমানসিও ওর্তেগাকে। বিশ্বের সেরা ধনীদের তালিকায় আপাতত আদানির স্থান ১৩ তম। বৃহস্পতিবার একদিকে যেমন তার সম্পদের পরিমাণ বেড়েছে ১.৪৫ বিলিয়ন ডলার, তেমনি অন্যদিকে এই বছর তার মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ৪৫.২ বিলিয়ন ডলার। যার জেরে এই মুহূর্তে আদানির সম্পদের মোট বাজার মূল্য ৭৫.২ বিলিয়ন ডলার।

mukesh ambani

অবশ্য বিশ্বের সেরা ১০ ধনীদের তালিকা এখনও আমেরিকারই আধিপত্য বিরাজমান। বিশ্বের সেরা ১০ ধনীর মধ্যে নয় জনই আমেরিকান। এই তালিকায় একমাত্র অমার্কিন ব্যবসায়ী হলেন তৃতীয় স্থানে থাকা বার্নার্ড আর্নল্ট। বিশ্বের বৃহত্তম বিলাসবহুল পণ্য কোম্পানি LVMH Moët Hennessy এর চেয়ারম্যান বার্নার্ডের মোট সম্পদের পরিমাণ ১৬৪ বিলিয়ন ডলার। এছাড়া তালিকায় একদিকে যেমন প্রথম স্থানে রয়েছেন ইলন মাস্ক, তেমনি দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পঞ্চম স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

 

Abhirup Das

সম্পর্কিত খবর