বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মধ্যে মোট সম্পদের নিরিখে সবসময়ই একটা কড়া টক্কর পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, ফের একবার ধনী ব্যক্তিদের তালিকার প্রথম দশে বড়সড় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। মূলত, আমাদের দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নেয়ারের তালিকায় একলাফে অনেকটাই এগিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, এবার এই তালিকায় অষ্টম স্থানে পৌঁছেছেন তিনি। এর আগে তিনি ছিলেন দশম স্থানে।
মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমান: ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ বিলিয়ন ডলারে। যার ফলে তিনি ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের মতো বিলিয়নেয়ারদের পেছনে ফেলেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে ল্যারি পেজের সম্পদের মোট পরিমান হল ৮৩.৯ বিলিয়ন ডলার। পাশাপাশি, সের্গেই ব্রিনের মোট সম্পদের পরিমান হল ৮০.৫ বিলিয়ন ডলার।
চতুর্থ স্থান ধরে রেখেছেন আদানি: ভারতীয় শিল্পপতি গৌতম আদানি, সম্প্রতি শীর্ষ ১০ ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে এক নজিরবিহীন রেকর্ড তৈরি করেছিলেন। যদিও, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, আপাতত তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর মোট সম্পদের পরিমান হল ১২৪.৪ বিলিয়ন ডলার। এদিকে, আদানি মোট সম্পদের বিচারে মাইক্রোসফটের বিল গেটস (৯৯.৮ বিলিয়ন ডলার) এবং অভিজ্ঞ বিনিয়োগকারী ওয়ারেন বাফেটকেও (৯৫.৫ বিলিয়ন ডলার) হারিয়ে দিয়েছেন।
আম্বানি এবং আদানির মধ্যে রয়েছে এই ব্যবধান: সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গৌতম আদানি বর্তমানে মুকেশ আম্বানির থেকে ৪০.৪ বিলিয়ন ডলারের বেশি সম্পদের অধিকারী হয়ে রয়েছেন।
প্রথম স্থানে রয়েছেন ইলন মাস্ক: বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হিসেবে বিবেচিত হচ্ছেন ইলন মাস্ক। টেসলার সিইও মাস্ক দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা বজায় রেখেছেন। ২০৭.৭ বিলিয়ন ডলারের সম্পদের সাথে মাস্ক এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন। এদিকে, ১৪৮.৮ বিলিয়ন ডলার সহ ফরাসি বিলিয়নেয়ার বার্নার্ড আর্নল্ট দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে, জেফ বেজোস ১৩০.৪ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।