আম্বানির কাছে রয়েছে কয়টি হেলিকপ্টার? জানলে চমকে উঠবেন! এই কাজে ব্যবহার করেন সেগুলি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের হলেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয়, সমগ্র ভারত তথা এশিয়ার মধ্যে মোট সম্পদের দিক থেকে তিনিই রয়েছেন প্রথম স্থানে। এমতাবস্থায়, বিপুল সম্পদের অধিকারী এই ধনকুবেরের জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

পাশাপাশি, আম্বানি তাঁর একাধিক কাজকর্মের জন্য সবসময় থাকেন খবরের শিরোনামে। এছাড়াও, তাঁর পারিবারিক জীবন এবং বিলাসবহুল গাড়ি-বাড়ি নিয়েও সকলের মধ্যে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়। এমনিতেই আমরা জানি যে, মুকেশ আম্বানির কাছে একের পর এক দুর্দান্ত এবং অত্যাধুনিক গাড়ি রয়েছে। যেগুলির দাম কয়েক কোটি টাকা।

তবে, অনেকেই জানেন না যে একাধিক গাড়ি থাকার পাশাপাশি আম্বানির কাছে রয়েছে দু’টি হেলিকপ্টারও। মূলত, মুকেশ আম্বানি তাঁর পরিবারের সাথে ব্যক্তিগত হেলিকপ্টারেই প্রায়শই যাতায়াত করেন। আম্বানি পরিবার গত বছরই হেলিকপ্টারে চেপে বদ্রীনাথ এবং কেদারনাথ ধাম দর্শনে গিয়েছিলেন।

ইতিমধ্যেই, আম্বানি পরিবারের হেলিকপ্টারে করে গুজরাট পৌঁছনোর ভিডিও সামনে এসেছিল। এদিকে হেলিপ্যাড থেকে তাঁরা গাড়ি মারফত দ্বারকা মন্দিরে পৌঁছেছিলেন। তবে, মুকেশ আম্বানির যে কেবলমাত্র গাড়ি এবং হেলিকপ্টার রয়েছে তা কিন্তু নয়। বরং সেই তালিকায় রয়েছে প্রাইভেট জেটও।

Mukesh Ambani has so many helicopters

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের এই ধনুকুবেরের কাছে রয়েছে ৩ টি প্রাইভেট জেট। যেগুলির দাম শুনলে রীতিমতো চমকে যাবেন সকলে। মূলত, ওই তিনটি প্রাইভেট জেটের দাম হল ৮৫০ কোটি টাকারও বেশি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই জেটগুলির মধ্যে বোয়িং বিজনেস, এয়ারবাস A319, এবং ফ্যালকন 900EX সামিল রয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X