বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel Fuel) দাম। জ্বালানির দাম এভাবে বৃদ্ধি পাওয়ায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। পরিবহণ ব্যবস্থা সম্পূর্ণভাবে পেট্রোল ও ডিজেলের উপর নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই প্রতিদিনের যাতায়াতের খরচ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, সবকিছুই বাড়ছে পাল্লা দিয়ে।
তবে সাধারণ মানুষের এই ভোগান্তি কিছুটা হয়ত কমতে পারে খুব শীঘ্রই। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার মুকেশ আম্বানি (Mukesh Ambani) সাহায্য করবেন কেন্দ্রীয় সরকারকে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত সস্তায় অপরিশোধিত তেল কিনছিল রাশিয়ার থেকে। প্রথমদিকে অপরিশোধিত তেল সস্তায় পাওয়া গেলেও বর্তমানে সেই ছাড় কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।
আরোও পড়ুন : দার্জিলিংয়ের এই অফবিট লোকেশন যেন ঝর্ণার গ্রাম! ঘুরতে গেলে হারিয়ে যাবেন এখানকার অপরূপ রূপে
আগে ব্যারল প্রতি রাশিয়া ১০ ডলার করে ছাড় দিলেও, বর্তমানে ৮ ডলার করে ছাড় দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের দেশগুলি নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়ার উপর। এই নিষেধাজ্ঞার ফলে তারা পণ্য আমদানি করতে পারছিল না। সেই সময় রাশিয়া অপরিশোধিত তেল বিপুল ছাড়ে বিক্রি করছিল। জ্বালানির দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে কেন্দ্রীয় সরকার চাইছে দেশের তেল শোধনাগারগুলি তাদের সরবরাহের এক-তৃতীয়াংশ আমদানি করুক রাশিয়া থেকে।
এর ফলে অর্থনীতি কিছুটা লাভবান হবে বলেও ধারণা করা হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে একত্রে কাজ করতে বলছে। যাতে জ্বালানি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় পাওয়া যায় সেই দিকটি খতিয়ে দেখতে বলা হচ্ছে। এই অবস্থায় মুকেশ আম্বানি রাশিয়া থেকে সরকারি সংস্থাগুলিকে তেল কিনতে সাহায্য করবেন বলে জানা যাচ্ছে।