বড়সড় ক্ষতির মুখে রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ, চিন্তায় মাথায় হাত মুকেশ আম্বানির

ছেলের বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই বড় ক্ষতির মুখে শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। লোকসান হল ৭৩৪৭০.৫৯ কোটি টাকা। মাথায় হাত শিল্পপতির। এই সময়ে দাঁড়িয়ে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries)মালিক হলেন মুকেশ আম্বানি। ফোর্বস অনুসারে, এই সময়ে মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।

Mukesh Ambani Reliance

   

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হলেন মুকেশ আম্বানি। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যা তেল, টেলিকম এবং অন্যান্য সহ বিভিন্ন সেক্টরে উপস্থিত রয়েছে। আর সোমবার এই কোম্পানি থেকেই ক্ষতি হয়েছে ৭৩৪৭০.৫৯ কোটি টাকা। রিলায়েন্সের শেয়ার 3 শতাংশের বেশি কমে যাওয়ার পরেই এমনটা হয়েছে বলে সূত্রের খবর।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুক্রবার তার জুন ত্রৈমাসিকের নিট মুনাফায় ৫ শতাংশ হ্রাসের কথা জানিয়েছে। কারণ কম জ্বালানী ফাটল এবং পেট্রোকেমিক্যাল মার্জিন টেলিকম এবং খুচরা ব্যবসায় অপ্রতুল লাভ করেছে৷ চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে এপ্রিল-জুন সময়ের মধ্যে কোম্পানিটির একত্রিত নিট মুনাফা ছিল ১৫১৩৮ কোটি টাকা বা শেয়ার প্রতি ২২.৩৭ টাকা। আর এটাই গতবছর ছিল ১৬০১১ কোটি টাকা বা শেয়ার প্রতি ২৩.৬৬ টাকা।

জানিয়ে রাখি, সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আম্বানি (Mukesh Ambani) পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বেশ কয়েক মাস ধরে হয়ে চলা তাঁদের প্রি ওয়েডিং পর্ব পেরিয়ে গত ১২ ই জুলাই চার হাত এক হয় অনন্ত এবং রাধিকার। বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ২০০০ জন অতিথি। বিনোদন দুনিয়ার তারকা থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলেই নিমন্ত্রিত ছিলেন এই ধনকুবেরের ছোট ছেলের বিয়েতে।

Subhajit
Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর