বাংলা হান্ট ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক তথা ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) ফের একবার দেশকে গর্বিত করেছেন। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুকেশ আম্বানি এবার ফরচুন ম্যাগাজিনের “পাওয়ারফুল” ব্যবসায়ীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া একমাত্র ভারতীয় হয়েছেন। জানিয়ে রাখি যে, জনপ্রিয় ম্যাগাজিন ফরচুন গত বুধবার ব্যবসায়িক জগতের ১০০ পাওয়ারফুল ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় একমাত্র ভারতীয় হলেন মুকেশ আম্বানি। যেখানে তিনি দ্বাদশ স্থানে রয়েছেন।
নজির গড়লেন মুকেশ আম্বানি (Mukesh Ambani):
জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানি (Mukesh Ambani) ফরচুনের ১০০ জন “পাওয়ারফুল” ব্যবসায়ীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স এবং এক্স সহ একাধিক কোম্পানির মালিক ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩১৯ বিলিয়ন ডলার।
এদিকে, সম্প্রতি, আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার ক্ষমতায় ফিরে এসেছেন তিনি তাঁর কাছে DOGE-এর কমান্ড হস্তান্তর করেছেন। অপরদিকে, এআই চিপ নির্মাতা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এদিকে, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা রয়েছেন তৃতীয় স্থানে।
আরও পড়ুন: মানসিক সমস্যার সম্মুখীন কিলিয়ান এমবাপে! কমছে জনপ্রিয়তাও, কেরিয়ারে নেমে আসবে অন্ধকার?
তালিকায় কোন কোন নাম রয়েছে: এই তালিকায় সুপরিচিত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, জেমি ডিমন এবং অ্যাপলের সিইও টিম কুক, মেটার সিইও মার্ক জুকেরবার্গ, ওপেনএআই-এর স্যাম অল্টম্যানের মতো ধনকুবেরদের নাম রয়েছে। এদিকে, এই তালিকায় ভারতীয় বংশোদ্ভূত ৬ ব্যবসায়ীর নাম আছে। যেখানে ১২ নম্বর স্থানে নাম রয়েছে আম্বানির (Mukesh Ambani)।
জানিয়ে রাখি যে, ফোর্বস এবং ব্লুমবার্গ বিলিয়নেয়ারদের তালিকা অনুযায়ী, আয়ের পাশাপাশি অনুদানের দিক থেকেও এগিয়ে রয়েছেন ভারত ও এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া তালিকা অনুসারে, তিনি এক বছরে ৪০৭ কোটি টাকা দান করেছেন। সামগ্রিকভাবে দাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।