বাংলাহান্ট ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তারসাথে ক্ষতির মুখোমুখি হয়েছে এই দুটি দেশও। ভারতের (India) ধনীতম শিল্পপতি মুকেশ অম্বানী (Mukesh Ambani) এই আবহে চুক্তি সেরে ফেললেন রাশিয়ার সাথে। রাশিয়ার কাছ থেকে তেল কিনবে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন কমপ্লেক্সের অপারেটর রিলায়্যান্স।
তারা রাশিয়ার (Russia) সাথে ১ বছরের চুক্তি করেছে। রাশিয়া থেকে অপরিশোধিত খনিজ তেল এই এক বছর ধরে ভারতে আসবে। এই চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৩০ লক্ষ ব্যারেল খনিজ তেল কেনা হবে রাশিয়া থেকে, অর্থাৎ আম্বানি রাশিয়ার থেকে বছরে কিনবে মোট ৩ কোটি ৬০ লক্ষ ব্যারেল তেল। এই চুক্তির শর্ত অনুযায়ী, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ তেলের টাকা রাশিয়াকে ভারতীয় মুদ্রায় দিতে পারবে না।
আরোও পড়ুন : ৯০০০ কোটি টাকার কোম্পানি, সম্পদের পরিমাণ ২৮ হাজার কোটি! তবুও এই ব্যবসায়ী ঘোরেন সাইকেলে
এমনকি আমেরিকান ডলারেও পরিশোধ করা যাবে না মূল্য। রাশিয়ান মুদ্রা রুবলে এই দাম শোধ করতে হবে।ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর পশ্চিমা দেশগুলি একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার উপর। আন্তর্জাতিক ক্ষেত্রে তাই কিছুটা হলেও এক ঘরে হয়েছে রাশিয়া। অনেকের মত রাশিয়ান রুবলকে বাণিজ্যিক লেনদেনের বিকল্প হিসাবে গড়ে তুলতে এই চুক্তিতে রাশিয়া তেল বিক্রির টাকা ডলার বা ভারতীয় মুদ্রায় নেবে না।
আবার অনেকের মতে রাশিয়ান মুদ্রার দাম কত কয়েক বছরে ব্যাপক হারে পড়েছে। এমনকি ভারতীয় মুদ্রার থেকেও দাম কমেছে রাশিয়ান মুদ্রার। বর্তমানে এক রুবল ৯৩ পয়সার সমান। তাই ভারতীয় মুদ্রায় ব্যবসা করলে খুব একটা বেশি লাভ হত না রাশিয়ার। অনেকের ধারণা ভারতীয় সংস্থার সাথে চুক্তি করার সময় এই বিষয়টি মাথায় রাখা হয়েছিল।