বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই হুরুন গ্লোবাল রিচ লিস্টে প্রকাশ্যে এসেছিল বিশ্বের সর্বাধিক ধনী ব্যক্তিদের (Billionaires List) তালিকা। সেখানে নিজের জায়গা হারিয়েছিলেন রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানি। এক ধাক্কায় কমে গিয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ। এবার সামনে এল ফোর্বস ২০২৫ এর তালিকা। সেখানেও সেরা দশ থেকে ছিটকে গিয়েছেন অম্বানি। গত বছর এই তালিকায় (Billionaires List) ১০ নম্বর স্থানে ছিলেন তিনি। কিন্তু ২০২৫ এর নিরিখে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেল, এক ধাক্কায় ১৮ নম্বরে নেমে এসেছিল রিলায়েন্স কর্তা।
বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় (Billionaires List) নেই অম্বানি
ফোর্বসের তরফে ২০২৫ সালে প্রকাশ্যে আনা হয়েছে বিশ্বের সেরা ধনকুবেরদের (Billionaires List) তালিকা। সেখানেই দেখা গেল, ১৮ নম্বরে নাম রয়েছে মুকেশ অম্বানির। গত বছর যেখানে দশম স্থানে ছিলেন তিনি, সেখান থেকে অনেকটাই নীচে নেমে এসেছেন অম্বানি। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় মুকেশ অম্বানির মোট সম্পত্তির পরিমাণ কমেছে প্রায় ২৩.৫ বিলিয়ন ডলার। গত বছর তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১১৬ বিলিয়ন ডলার। এ বছরে তা এসে দাঁড়িয়েছে ৯২.৫ বিলিয়ন ডলারে।
কারা রয়েছেন কত নম্বরে: ফোর্বস তালিকায় (Billionaires List) এতদিন এক নম্বরে নাম ছিল বার্নার্ড আর্নল্ট এর। কিন্তু এ বছর তাঁর স্থান নেমে এসেছে পাঁচ নম্বরে। এ বছর তালিকার (Billionaires List) শীর্ষে জায়গা করে নিয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক। বিশ্বের সর্বোচ্চ ধনকুবের হিসেবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানেও হয়েছে বড়সড় রদবদল। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস হারিয়েছেন নিজের জায়গা। তাঁকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ। তৃতীয় স্থানে নেমে এসেছেন জেফ বেজোস।
আরো পড়ুন : ট্রেন থেকে ছোড়া জলের বোতলেই ঘটল সর্বনাশ! প্রাণ হারাল বছর ১৪-র বালক, কীভাবে ঘটল মৃত্যু?
আদানি কোথায় জায়গা পেলেন: ২০২৫ এ ফোর্বস তালিকায় জায়গা করে নিয়েছেন মোট ৩ হাজার ২৮ জন ধনকুবের। এই তালিকায় (Billionaires List) মুকেশ অম্বানির পর আরো ১০ জনের পেছনে জায়গা হয়েছে গৌতম আদানির। সেরা দশ থেকে তিনি আগেই ছিটকে গিয়েছিলেন। এ বছর তিনি রয়েছেন ২৮ তম স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৬.৩ বিলিয়ন ডলার। এই তালিকায় (Billionaires List) ৭০০ নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।
আরো পড়ুন : ফের নতুন রেকর্ড, আমেরিকা-ইউরোপকেও টেক্কা দিল ভারতীয় রেল! জানলে হবে গর্ব
গত বছরের তুলনায় আরও ২৪৭ জন ধনকুবেরের নাম বৃদ্ধি পেয়েছে ফোর্বস তালিকায়। এই ধনকুবেরদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১৬.১ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ এর থেকে ২ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে এই অঙ্কটা। রিপোর্ট বলছে, তালিকার মোট ৯০২ জন ধনকুবেরদের বাস মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরেই রয়েছে হংকং সহ চিন, মোট ধনকুবেরদের সংখ্যা ৫১৬ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারত। এদেশে মোট ধনকুবেরদের সংখ্যা ২০৫ জন।