মুকেশ আম্বানি নয়, এখন এই ব্যক্তির সঙ্গে সময় কাটাচ্ছেন নীতা! তাঁর পরিচয় অবাক করবে

বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্বে যে সমস্ত ধনী ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন রিলায়েন্স জিওর (Jio) কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি সাদামাটা জীবনযাপন পছন্দ করলেও তাঁর স্ত্রী এবং সন্তানেরা কিন্তু রাজকীয় ভাবে থাকতেই বেশি পছন্দ করেন। নীতা আম্বানির (Nita Ambani) জন্যই কোটি কোটি টাকা খরচ করতে হয় এই ধনকুবেরকে। তাঁদের বাড়ির কর্মচারীদের বেতন শুনলেই ঢোক গিলতে বাধ্য হন সাধারণ মানুষ।

তবে শুনলে অবাক হবেন যে, মুকেশ আম্বানির চেয়েও অন্য এক ব্যক্তির সঙ্গে বেশি সময় কাটান নীতা আম্বানি। জানেন কি সম্পর্ক রয়েছে তাদের মধ্যে? কেনই বা মুকেশ আম্বানিকে ছেড়ে অন্য ব্যক্তির সঙ্গে সময় কাটান তিনি? সে কথাই জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে।

Nita Ambani

মুকেশ আম্বানির স্ত্রী বরাবরই বিলাস বহুল জীবন যাপন করতে পছন্দ করেন। একথা কমবেশি আমরা সকলেই জানি। প্রায় ৬০ এর কাছাকাছি তাঁর বয়স। যদিও তাঁকে দেখে বোঝাই যায় না যে তিনি তিন সন্তানের মা। নিজের স্টাইল সেন্সেশন এর জন্যই বরাবরই খবরের শিরোনামে থাকেন মুকেশ পত্নী নীতা আম্বানি।

বর্তমানে প্রকাশ্যে এসেছে তাঁর অন্দরমহলে এক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মুকেশ আম্বানি নয় বরং তিনি বেশি সময় দিচ্ছেন অন্য এক পুরুষকে। কেবলমাত্র তাই নয়, যেকোনো পার্টিতেই যখন নীতা আম্বানি হাজির হন তখন তার সঙ্গে থাকেন সেই ব্যক্তি। তিনি আর কেউ নন, তাঁর পার্সোনাল মেকআপ আর্টিস্ট মিকি কন্ট্রাক্টর।

জানা যাচ্ছে, নীতা আম্বানির ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবেই নিযুক্ত করা হয়েছে মিকি কন্ট্রাক্টরকে। তবে মাঝেমধ্যে তাঁর কন্যা এবং পুত্রবধূকেও মেকআপ করে দেন তিনি। আর সেই কাজ করার জন্য অবশ্য আলাদা চার্জ নেন মিকি। এমনকি এও জানা যাচ্ছে, মাত্র একবার মেকআপ করতেই তিনি ৭০ হাজার টাকা পারিশ্রমিক নেন।

তবে কেবলমাত্র মুকেশ পত্নী নন। মিকি কন্ট্রাক্টারের কাছে মেকআপ করান বহু বলিউড অভিনেত্রী। সেই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রায় বচ্চন, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর সহ আরো অনেকেই। এমনকি বলিউডের বেশ কিছু ছবিতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি।

additiya

সম্পর্কিত খবর