মুকেশ আম্বানিকে বড়ো ঝটকা দিল কোরোনা ভাইরাস, হলো বহু কোটি টাকার ক্ষতি

ইতিমধ্যে করোনা ভাইরাসের আক্রমনে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি  ভাইরাস যেখানে চীনে মহামারী হিসাবে আত্মপ্রকাশ করেছে, অন্যদিকে এই মহামারীর কারণে বহু সংস্থা বিশ্বব্যাপী বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। ভারতের বিজনেজ টাইকুন মুকেশ আম্বানিও জানিয়েছেন এই কারনে তার  সম্পত্তিও ব্যাপক হ্রাস পেয়েছে।

করোনার ভাইরাসের কারণে বিশ্ব বাজারে এই সঙ্কটের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সম্পদ ৫ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে বলে জানা গেছে। আর এটা ভারতের অর্থনীতির ক্ষেত্রে একটা খারাপ দিক বলে বলা যায়। কারন এখন বর্তমানে ভারতের অর্থনীতির হাল খুবই খারাপ। বলা যেতে পারে তা একেবারে তলার দিকে গিইয়ে ঠেকেছে।AKT

এই পতনটি পুরো বছরটিতে এই মূল্যায়ন করা হয়েছিল, যদিও এই হ্রাসের একটি বড় অংশ গত ১৫ দিনের মধ্যে রেকর্ড করা হয়েছে।এই মুকেশ আম্বানিই কেবল এই সঙ্কটের কবলে পড়েছেন না, তালিকায় রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা, উইপ্রোর চেয়ারম্যান আজিম প্রেমজি এবং আদনী গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। দেশের এই আর্থিক দুর্বলতার কারনে দেশের জনগনের অবস্থা খুব খারাপ।

এক বছরে কুমার মঙ্গলম বিড়লা ৮৮৪ মিলিয়ন ডলার, আজিম প্রেমজির  ৮৯ মিলিয়ন ডলার এবং গৌতম আদনির সম্পদের পরিমাণ ৪৯ মিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এই বছর মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ১১ শতাংশ কমেছে, যদিও গত ১৫ দিনে এই হ্রাসের সিংহভাগ রেকর্ড করা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো উদীয়মান বাজারও করোনার ভাইরাসের কারণে বৈশ্বিক বাজারের কারণে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু কিভাবে এই ক্ষতির হার কম্বে তা এখনও বলা যাচ্ছে না।

 


সম্পর্কিত খবর