আদানিকে টক্কর দিতে আম্বানির মাস্টারস্ট্রোক! তৈরি করতে চলেছেন বিশ্বের সবথেকে বড়….

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবার বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার তৈরির প্রস্তুতি নিচ্ছেন৷ ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই বহু প্রতীক্ষিত প্রকল্পটি গুজরাটের জামনগরে নির্মিত হবে। এর মাধ্যমে AI সেক্টরে প্রত্যক্ষভাবে প্রবেশ করতে চলেছে রিলায়েন্স।

বড় পদক্ষেপের পথে আম্বানি (Mukesh Ambani):

ওই রিপোর্টে, AI প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থা এনভিডিয়া থেকে সেমিকন্ডাক্টর কিনছেন আম্বানি (Mukesh Ambani)। এদিকে, আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল আদানি গ্রুপ ইতিমধ্যেই এই সেক্টরে ঝাঁপিয়ে পড়েছে। আদানি এন্টারপ্রাইজ আমেরিকান কোম্পানি EdgeConneX-এর সাথে একটি জয়েন্ট ভেঞ্চার গঠন করেছে। যেটির নাম দেওয়া হয়েছে AdaniConnex। এটি ভারতে হাইপারস্কেল ডেটা সেন্টারগুলির একটি নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছে।

Mukesh Ambani masterstroke to ace Gautam Adani.

এদিকে, গত বছরের অক্টোবরে এনভিডিয়া AI সামিটের সময়ে, রিলায়েন্স এবং এনভিডিয়া ভারতে AI পরিকাঠামো তৈরি করতে একসঙ্গে কাজ করার ঘোষণা করেছিল। এনভিডিয়া তখন বলেছিল যে, তারা রিলায়েন্স দ্বারা নির্মিত এক-গিগাওয়াট ডেটা সেন্টারের জন্য তার ব্ল্যাকওয়েল AI প্রসেসর সরবরাহ করবে। এনভিডিয়া-র CEO জেনসন হুয়াং তখন আম্বানির (Mukesh Ambani) সাথে কথোপকথনে বলেছিলেন যে ভারতের উচিত নিজস্ব AI তৈরি করা। তিনি বলেছিলেন যে, ভারতের গোয়েন্দা তথ্য আমদানির জন্য ডেটা রফতানি করা উচিত নয়।

আরও পড়ুন: ৫০ বলে দেননি ১ টিও রান! রঞ্জি ট্রফিতে রাজ করছেন জাদেজা, নিলেন ১২ টি উইকেট

কি জানিয়েছেন আম্বানি: এদিকে, আম্বানি (Mukesh Ambani) ভারতের ইন্টেলিজেন্স ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গিয়ে জানান, “প্রতিটি মানুষের সমৃদ্ধি এবং সমতা আনতে আমরা সত্যিই ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারি। আমেরিকা এবং চিন ছাড়াও, ভারতের সেরা ডিজিটাল কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে।” জানিয়ে রাখি যে, গত বছরের সেপ্টেম্বরে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এনভিডিয়া ভারতে AI সুপার কম্পিউটার তৈরি করতে এবং দেশের বিভিন্ন ভাষায় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার জন্য একটি অংশীদারিত্ব ঘোষণা করেছিল। পরে, এনভিডিয়াও টাটা গ্রুপের সাথে অনুরূপ অংশীদারিত্বে প্রবেশ করে।

আরও পড়ুন: রতন টাটার স্বপ্নকে বাস্তবায়িত করলেন নোয়েল! দুর্ধর্ষ নজির গড়ল টাটা গ্রুপ, অবাক গোটা বিশ্ব

ভারতে AI: জানিয়ে রাখি যে, ভারত সরকার স্টার্টআপ, AI প্রকল্প এবং এলএলএম-এর উন্নয়নের জন্য ১০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এগুলির মধ্যে অনেক চ্যালেঞ্জও রয়েছে। ভারতের চিপমেকিং শিল্প এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং সুবিধাগুলি (ফ্যাবস) সেট আপ করার ক্ষেত্রে যথেষ্ট মূলধন লাগে এবং বাস্তবায়িত হতে অনেক সময় লাগে। এছাড়াও, এগুলির পরিচালনার জন্য বিশেষজ্ঞ কর্মীদের প্রয়োজন হয়। ভারত বর্তমানে এই প্রক্রিয়ার উন্নয়নে নিযুক্ত রয়েছে। এর পাশাপাশি, এখনও পর্যন্ত দেশে প্রথম চিপ তৈরি হয়নি। এমতাবস্থায়, দেশে চিপ উৎপাদনের কাজও দ্রুতগতিতে চলছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর