বিলাসবহুল গাড়ির কনভয় নিয়ে থামল খুদে, ঝুঁকে অভিবাদন জানালেন খোদ আম্বানি! চেনেন এই পিচ্চিকে?

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে শ্রেষ্ঠ ধনকুবের এবং শিল্পপতিদের তালিকায় একদম প্রথমসারিতে থাকেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ক্রমশ দেশ এবং বিদেশে ব্যবসায়িক ক্ষেত্র বিস্তার করছেন তিনি। এমতাবস্থায়, আম্বানি তাঁর বিভিন্ন কর্মকান্ডের জেরে প্রায় সবসময়েই খবরের শিরোনামে থাকেন। পাশাপাশি, তাঁর জীবনযাপন যে রাজকীয় হবে সেটাও আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই মুকেশ আম্বানির কাছে মূল্যবান সব গাড়ির দুর্দান্ত “কালেকশন” রয়েছে।

শুধু তাই নয়, তাঁর নিরাপত্তায় বহাল থাকে ডজনখানেক গাড়ি। মুকেশ আম্বানির কাছে বর্তমানে ল্যান্ড রোভার, বিএমডব্লিউ এবং মার্সিডিজের মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। সম্প্রতি, আম্বানির নাতি পৃথ্বী আম্বানির (আকাশ এবং শ্লোকার ছেলে) দ্বিতীয় জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

ওই জন্মদিনের পার্টিটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন। যেখানে মুকেশ আম্বানি এসেছিলেন। আর সেখানেই তাঁর কনভয় এবং নিরাপত্তার আভাস পাওয়া গিয়েছিল। মুকেশ আম্বানির কনভয়ে ল্যান্ড রোভার, বিএমডব্লিউ এবং মার্সিডিজের মতো কয়েক ডজন গাড়ি ছিল। পাশাপাশি, একাধিক নিরাপত্তারক্ষীও বহাল ছিলেন সেখানে।

মুকেশ আম্বানি অনুষ্ঠানস্থলে পৌঁছে এক খুদের কাছে কিছুটা ঝুঁকে খানিক কথাও বলেন। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি ভিডিও সামনে এসেছে। যা তুমুল ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, ওই ভিডিওটিতে মুকেশ আম্বানির গাড়ির বহর এবং নিরাপত্তা প্রত্যক্ষ করে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

গত বছর রোলস রয়েস কিনেছিলেন মুকেশ আম্বানি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছর Rolls-Royce Cullinan কিনেছিলেন মুকেশ আম্বানি। খবর অনুযায়ী, আম্বানির এই গাড়ির দাম ছিল ১৩.১৪ কোটি টাকা। ওই বিলাসবহুল গাড়িটি ২০১৮ সালে বাজারে লঞ্চ করেছিল রোলস রয়েস। উল্লেখ্য যে, গাড়িটির দাম ৬.৯৫ কোটি টাকা থেকে শুরু হলেও গাড়িটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যায়। আর এর ফলেই, সেটির দাম বৃদ্ধি পায়। এই প্রসঙ্গে একটি রিপোর্টে বলা হয়েছে যে, ওই গাড়িটি রেজিস্ট্রেশনের জন্য ২০ লক্ষ টাকার ট্যাক্স দেওয়া হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর