বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ভারত তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি ইতিমধ্যেই Tata এবং Hindustan Unilever Limited তথা HUL-কে টেক্কা দিয়ে একটি বড় কোম্পানিকে কিনে নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আম্বানির কোম্পানি RCPL (Reliance Consumer Products Limited) কিছুদিন ধরেই একের পর এক কোম্পানি কিনছে। ক্যাম্পা কোলা থেকে শুরু করে রস্কিক বেভারেজের মত সংস্থা ইতিমধ্যেই আম্বানির আওতায় চলে এসেছে। তবে, এবার RCPL SIL ফুড ব্র্যান্ড কিনে নিয়েছে। যেটি মূলত স্যুপ থেকে শুরু করে সস, জ্যাম, মেয়োনিজ এবং চাটনি সহ একাধিক প্যাকেটজাত খাবার তৈরি করে।
কেনাকাটার মুডে আম্বানি (Mukesh Ambani):
রয়েছে এই উদ্দেশ্য: জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) সম্প্রতি একাধিক কোম্পানি কিনছেন। Disney+ Hotstar-এর স্ট্রিমিং স্বত্ব অর্জন থেকে শুরু করে নাভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও (NMIA) এই তালিকায় রয়েছে। এদিকে, আম্বানি পানীয় এবং FMCG সহ বিভিন্ন সেক্টরে বর্তমানে আধিপত্য বিস্তার করছেন। এমতাবস্থায় SIL ব্র্যান্ড অধিগ্রহণটি FMCG বাজারে নিজের উপস্থিতি প্রসারিত করার জন্য রিলায়েন্সের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে তারা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL), টাটা কনজিউমার এবং ক্রেমিকার মতো বড় সংস্থার সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।
SIL ফুড ব্র্যান্ড: আম্বানির (Mukesh Ambani) সংস্থা RCPL-এর উদ্ধৃতি দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে SIL-এর অধিগ্রহণ ভারতের ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলিকে পুনরুজ্জীবিত এবং উন্নত করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। SIL ফুডস-এর পণ্যের মধ্যে সস, স্যুপ, চাটনি, জ্যাম, রান্নার পেস্ট, মেয়োনিজ এবং বেকড বিনস রয়েছে। SIL-এর সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করে, RCPL-এর COO কেতন মোদী জানিয়েছেন, “ভবিষ্যতের জন্য ব্যবসা গড়ে তোলার সময়ে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্যের ঐতিহ্য সংরক্ষণের দিকে মনোনিবেশ করছে।”
আরও পড়ুন: ১৯ বলে ৩ রান করে আউট! কেরিয়ারের সবথেকে খারাপ সময়ে দাঁড়িয়ে রোহিত, ফের হলেন চূড়ান্ত ব্যর্থ
তিনি আরও বলেছেন যে, “আমরা বিশ্বাস করি যে আমরা SIL ফুডস-এর সম্পূর্ণ সম্ভাবনাকে আনলক করতে পারবো এবং আজকের দ্রুত উন্নয়নশীল বাজারে এটিকে আরও প্রাসঙ্গিক করে তুলতে পারবো।” জানিয়ে রাখি যে, পুণে এবং বেঙ্গালুরুতে এর উৎপাদন কারখানাগুলি বাদ দিয়ে অধিগ্রহণের মধ্যে শুধুমাত্র SIL ব্র্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, এই পদক্ষেপের মাধ্যমে FMCG সেক্টরে তার দখলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। তবে, এই চুক্তির আর্থিক শর্তাবলি প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: “সোনার ছেলে” বলে কথা! বিয়েতে যৌতুক নেওয়ার পরিবর্তে এই কাণ্ড ঘটিয়েছেন নীরজ, জানলে হবে গর্ব
কোম্পানির বয়স ৭০ বছর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SIL ফুডস ভারতের একটি বিখ্যাত ব্র্যান্ড। এটি ৭০ বছরেরও বেশি পুরানো কোম্পানি। এটি মূলত জেমস স্মিথ অ্যান্ড কোম্পানির নাম দিয়ে শুরু হয়েছিল। পরে এই ব্র্যান্ডটি কয়েকবার বিক্রি হয়। ২০২১ সাল থেকে, এটির দায়িত্ব ফুড সার্ভিস ইন্ডিয়ার কাছে ছিল।