করণ জোহরের সাথে বড় চুক্তির অপেক্ষা! এবার বলিউডে এন্ট্রি নিতে চলেছেন আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে এশিয়ার তথা ভারতের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি। ইতিমধ্যেই তিনি একাধিক ক্ষেত্রে ব্যবসায়িক সম্প্রসারণ ঘটাচ্ছেন। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার বলিউডেও এন্ট্রি নিতে চলেছেন আম্বানি। শুধু তাই নয়, বলিউডের অন্যতম বড় প্রযোজক তথা পরিচালক, করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশনে আম্বানি অংশীদারিত্ব কিনতে পারেন বলেও খবর মিলেছে। এমনটা হলে ভারতের কনটেন্ট প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে রিলায়েন্স গ্রুপের দখল আরও শক্তিশালী হবে। তবে, এই চুক্তিটি ঠিক কতটা অংশীদারিত্বের জন্য হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

করণ জোহরের (Karan Johar) সাথে চুক্তি করতে চলেছেন আম্বানি:

বিষয়টির পরিপ্রেক্ষিতে ইকোনমিক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে, মুকেশ আম্বানি এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের উপস্থিতি শক্তিশালী করতে চাইছেন। খবর অনুযায়ী, মুকেশ আম্বানির RIL করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশনের শেয়ার কেনার জন্য আলোচনা করছে। এমনটা হলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে মুকেশ আম্বানির দখল আরও মজবুত হবে। শুধু তাই নয়, এই চুক্তিটি মুকেশ আম্বানির Jio স্টুডিও এবং ভায়াকম 18 স্টুডিওর বিদ্যমান সম্পদকে আরও শক্তিশালী করবে।

করণ জোহরের কতটা শেয়ার রয়েছে: ET-র রিপোর্ট অনুসারে, করণ জোহর (Karan Johar) দীর্ঘদিন ধরে ধর্মা প্রোডাকশনে থাকা তাঁর অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা করছেন। কিন্তু, ভ্যালুয়েশন নিয়ে মতানৈক্যের কারণে, বিষয়টি এখনও এগোয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ধর্মা প্রোডাকশনে করণ জোহরের ৯০.৭ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৯.৭৪ শতাংশ শেয়ার রয়েছে তাঁর মা হিরু জোহরের কাছে। খবরে বলা হয়েছে, মুকেশ আম্বানি করণ জোহরের শেয়ার কিনতে পারেন।

Mukesh Ambani on the way to a big deal with Karan Johar.

জানিয়ে রাখি যে, সম্প্রতি, RIL বালাজিতে ছোট শেয়ার কিনেছিল। ধর্মার সাথেও অনুরূপ ব্যবস্থা করা যেতে পারে। Jio স্টুডিও বর্তমানে ভারতের বৃহত্তম ফিল্ম স্টুডিও। যেটি ২০২৪ অর্থবর্ষে বক্স অফিস সংগ্রহে ৭০০ কোটি টাকা আয় করেছে৷ ম্যাডক ফিল্মসের সাথে এর সহ-প্রযোজনায় তৈরি “স্ত্রী ২” সর্বকালের সর্বোচ্চ আয়যুক্ত হিন্দি চলচ্চিত্র হয়ে উঠেছে। তবে, Reliance এবং ধর্মা প্রোডাকশন এখনও এই চুক্তির বিষয়টির পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইতিহাস গড়বেন বিরাট কোহলি! টেক্কা দেবেন শেহবাগ-পূজারাকেও

কেন নিজের শেয়ার বিক্রি করতে চান করণ: এই বিষয়ে একজন মিডিয়া বিশ্লেষক জানিয়েছেন যে, একাধিক ফিল্ম প্রোডাকশন হাউস করোনার মতো ভয়াবহ মহামারীর পরে আর্থিক চাপ কাটিয়ে উঠতে ফান্ড সংগ্রহের পরিকল্পনা বিবেচনা করছে। এর আগে, জানা গেছে যে ধর্মা প্রোডাকশন সঞ্জীব গোয়েঙ্কা দ্বারা সমর্থিত সারেগামার সাথে আলোচনা করেছে। সারেগামা গত ৮ অক্টোবর বিএসই ফাইলিংয়ে জানিয়েছে যে, রিপোর্ট করার জন্য এটির কোনও আপডেট নেই।

আরও পড়ুন: TRAI-এর একটি সিদ্ধান্তেই হল গোলমাল! ইলন মাস্ক ও আম্বানির মধ্যে শুরু যুদ্ধ, হতে চলেছে বড় ধামাকা

৪ গুণ বেড়েছে রেভিনিউ: জানিয়ে রাখি যে ধর্মা প্রোডাকশনের রেভিনিউ প্রায় ৪ গুণ বেড়ে ২০২৩ অর্থবর্ষে ১,০৪০ কোটি টাকা হয়েছে। যা গত বছরে ছিল ২৭৬ কোটি টাকা। টফলারের তথ্য অনুসারে, খরচের ৪.৫ গুণ বৃদ্ধির কারণে নিট মুনাফা ১,০২৮ কোটি টাকা থেকে ৫৯ শতাংশ কমে ১১ কোটি টাকা হয়েছে। এদিকে, ২০২৩ অর্থবর্ষে এই কোম্পানিটি ডিস্ট্রিবিউশন রাইটস থেকে ৬৫৬ কোটি টাকা, ডিজিটাল রাইটস থেকে ১৪০ কোটি টাকা, স্যাটেলাইট রাইটস থেকে ৮৩ কোটি টাকা এবং মিউজিক রাইটস থেকে ৭৫ কোটি টাকা আয় করেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর