মুনাফা বেড়েছে ৬১ শতাংশ! শেয়ার বাজারে ঝড় তুলতে প্রস্তুত আম্বানির মালিকানাধীন এই সংস্থা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম জনপ্রিয় হয়েছে। তবে, অনেকেই শেয়ার বাজারেও (Share Market) নিয়মিতভাবে অর্থ বিনিয়োগ করে থাকেন। এদিকে, শেয়ার বাজারে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেই রকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব।

শেয়ার মার্কেটে (Share Market) ঝড় তুলেছে এই সংস্থা:

মূলত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন লোকাল সার্চ ইঞ্জিন জাস্টডায়াল তাদের মার্চ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। গত অর্থবর্ষের (২০২৪-২৫) শেষ ত্রৈমাসিকে জাস্টডায়ালের নিট মুনাফা ৬১ শতাংশ বেড়ে ৫৮৪.২ কোটি টাকা হয়েছে। এদিকে, ১ বছর আগের একই ত্রৈমাসিকে জাস্টডায়ালের লাভ ছিল ১৫৭.৬ কোটি টাকা। এই প্রসঙ্গে কোম্পানিটি জানিয়েছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের রেভিনিউ ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,১৪১.৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। মার্চ ত্রৈমাসিকে এই কোম্পানির আয় ৭ শতাংশ বেড়ে ২৮৯.২ কোটি টাকা হয়েছে। চতুর্থ ত্রৈমাসিকে এই প্ল্যাটফর্মটিতে ভিজিটরের সংখ্যা ১১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ১৯.১৩ কোটিতে পৌঁছেছে বলেও জানা গিয়েছে।

Mukesh Ambani-owned company ready to dominate Share Market.

কী জানিয়েছেন কোম্পানির CEO: এই প্রসঙ্গে জাস্টডায়ালের উচ্চ আধিকারিক শ্বেতাঙ্ক দীক্ষিত বলেন যে “আমরা যখন ২০২৬-এর অর্থবর্ষে প্রবেশ করছি তখন ব্যবহারকারী, মার্চেন্টস এবং শেয়ার হোল্ডাররা আরও শক্তিশালী হয়ে উঠেছে। এই বিষয়ে আমাদের আত্মবিশ্বাস আগের চেয়েও শক্তিশালী। জাস্ট ডায়ালের জন্য ২০২৫ অর্থবর্ষ একটি যুগান্তকারী বছর ছিল।”

আরও পড়ুন: IPL-এর মাঝেই বিরাট সিদ্ধান্ত BCCI-র! এই ফ্র্যাঞ্চাইজির মালিককে করা হল ব্যান

শেয়ারহোল্ডিং প্যাটার্ন: ২০২৪ সালের ডিসেম্বরের তথ্য থেকে জানা গিয়েছে যে, প্রোমোটারদের ৭৪.১৫ শতাংশ এবং পাবলিক শেয়ারহোল্ডারদের ২৫.৮৫ শতাংশ শেয়ার রয়েছে। প্রোমোটারদের মধ্যে, মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের ৫,৪২,৮৯,৫৭৪ টি শেয়ার বা ৬৩.৮৪ শতাংশ শেয়ার রয়েছে। এই কোম্পানির পাবলিক শেয়ার হোল্ডারদের মধ্যে মিউচুয়াল ফান্ড অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ডিএসপি স্মল ক্যাপ ফান্ড, নিপ্পন লাইফ ইন্ডিয়া ট্রাস্টি লিমিটেড-এ/সি নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড।

আরও পড়ুন: ফের স্পষ্ট হল ভারতের শক্তি! দিল্লির ইশারাতে পাকিস্তানকে ঝটকা দিল শ্রীলঙ্কা

শেয়ারের অবস্থা: জাস্টডায়ালের শেয়ারের কথা বলতে গেলে জানাতে হয় বর্তমানে এর দাম ৯২১.৯০ টাকা। বৃহস্পতিবার, এই শেয়ারটি (Share Market) আগের দিনের তুলনায় ০.৫৪ শতাংশ বেশিতে বন্ধ হয়েছে। এদিকে, গুড ফ্রাইডের কারণে শুক্রবার শেয়ার বাজারে কোনও লেনদেন হয়নি। এমতাবস্থায়, সোমবার বিনিয়োগকারীরা জাস্টডায়ালের শেয়ারের দিকে নজর রাখবেন। জানিয়ে রাখি যে, গত ৭ এপ্রিল, ২০২৫ তারিখে শেয়ারটির (Share Market) দাম ছিল ৭০০ টাকা। যেটি এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছিল।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X