রীতি মেনে নাম পরিবর্তন! নয়া নামকরণ হল আম্বানি বাড়ির বৌমার, রাধিকার এখন ‘নেম’ কী জানেন?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ধনুকবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানির সাথে গত ১২ই জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন রাধিকা মার্চেন্ট । দেশ তো বটেই, গোটা বিশ্ব থেকে খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেই বিবাহ আসরে। অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট বৌমার নাম বদল

রাজকীয় সেই বিয়ে নিয়ে সকলের মধ্যেই ছিল চূড়ান্ত উৎসাহ। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল মা হতে চলেছেন রাধিকা। বেশ কিছুদিন সেই জল্পনায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আবার অনেকেই বলতে শুরু করেছিলেন, বিয়ের আগেই নাকি সন্তান সম্ভবা হয়ে পড়েন রাধিকা মার্চেন্ট। তবে এ সবই নিছকই জল্পনা।

Mukesh Ambani made a huge profit on the day of Anant-Radhika Wedding.

মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবার অবশ্যই এই বিষয়ে কিছুই জানায়নি। জানা যাচ্ছে, রাধিকার মা হওয়ার কথা সম্পূর্ণ ভুয়ো। দীপাবলির সময়ে রাধিকা ও অনন্তর ভাইরাল হওয়া ছবিতেও স্পষ্ট যে রাধিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছিল নিছকই গুজব। তবে এসবের মধ্যেই ফের একবার খবরের হেডলাইন্সে উঠে এসেছেন রাধিকা।

আরোও পড়ুন : ঝাড়গ্রামে ডাক্তারের রহস্যমৃত্যু! CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা! করা হল এই ‘বিশেষ’ আর্জি

মুকেশ আম্বানির ছোট বৌমা বদলে ফেলেছেন নিজের নাম (Name Change)। সোশ্যাল মিডিয়ায় রাধিকা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন রাধিকা আম্বানি। এই অ্যাকাউন্টটি আগে রাধিকা মার্চেন্ট নামে চালাতেন তিনি। তবে বিয়ের চার মাসের মধ্যে রাধিকা নিজের নামের সাথে যুক্ত করলেন আম্বানি পদবী।

আরোও পড়ুন : মাথা-হাত-পায়ের টুকরো! বারাসাত সরকারি হাসপাতালের ভ্যাটে মানুষের দেহাংশ, ব্যাপক চাঞ্চল্য  

রাধিকা মার্চেন্ট (Radhika Marchant) থেকে তিনি হয়ে গেলেন রাধিকা আম্বানি (Radhika Ambani)। এনকোর হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বীরেন মার্চেন্ট এবং কোম্পানির পরিচালক শায়লা মার্চেন্টের কন্যা রাধিকা। রাধিকা একজন নৃত্যশিল্পী।

Screenshot 2024 11 15 18 02 50 76 1c337646f29875672b5a61192b9010f9

বাবা-মা এবং বোনের সাথে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এনকোর হেলথকেয়ারের পরিচালনা পর্ষদের দায়িত্ব সামলানোর কাজ করেন। সোশ্যাল মিডিয়ায় রাধিকার একাধিক নাচের ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। গত জুলাই মাসে রাধিকা গাঁটছড়া বাঁধেন মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানির সাথে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর