বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মোট সম্পদ মাত্র ২৪ ঘণ্টায় কিভাবে বদলে যেতে পারে তার অন্যতম উদাহরণ সামনে এল ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে (Bloomberg Billionaires Index)। শুধু তাই নয়, এবার ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) রীতিমতো পোঁছে গেলেন প্রথম স্থানে! বিষয়টি জেনে প্রথমে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।
মূলত, বিশ্বের শ্রেষ্ঠ ৫০০ বিলিয়নেয়ারের মধ্যে গত বৃহস্পতিবার যে ধনকুবেরের সম্পদ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তিনি আর কেউ নন, স্বয়ং মুকেশ আম্বানি। গত বৃহস্পতিবার মোট সম্পদ বৃদ্ধির নিরিখে তিনি প্রথম স্থানে ছিলেন। অপরদিকে, বিশ্বের শ্রেষ্ঠ তিন ধনকুবেরের সম্পদে প্রায় ১৩ বিলিয়ন ডলারের পতন ঘটেছে। আসলে, বিদেশি বাজারে দরপতনের কারণে কোটিপতিদের সম্পদও হ্রাস পাচ্ছে। অন্যদিকে, বৃহস্পতিবার রিলায়েন্সের শেয়ারে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে এবং মুকেশ আম্বানির সম্পদ এক বিলিয়ন ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
মুকেশ আম্বানির সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে: এই প্রসঙ্গে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, মুকেশ আম্বানির সম্পদ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুসারে, গত বৃহস্পতিবার মুকেশ আম্বানির সম্পদ বেড়েছে ১.৫৭ বিলিয়ন ডলার অর্থাৎ ১৩ হাজার কোটি টাকা। বর্তমানে, মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯০.৮ বিলিয়ন ডলারে।
এদিকে, চলতি বছরে তাঁর সম্পদ বৃদ্ধি হয়েছে ৩.৬৬ বিলিয়ন ডলার। উল্লেখ্য যে, এই পরিসংখ্যানের এক দিন আগেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২ শতাংশেরও বেশি বেড়েছিল। যার কারণে মুকেশ আম্বানির সম্পদে উচ্ছ্বাস দেখা দিয়েছে। এছাড়াও, জানিয়ে রাখি যে, বিশ্বের শ্রেষ্ঠ ৫০০ বিলিয়নেয়ারের মধ্যে ৫৪ জন ধনকুবেরের সম্পদ বেড়েছে। যার মধ্যে শুধুমাত্র ভারতেরই রয়েছেন ১০ জন।
বিশ্বের শীর্ষ বিলিয়নেয়ারদের অবস্থা শোচনীয়: অন্যদিকে, বিদেশি বাজারের পতনের কারণে বিশ্বের শীর্ষ ধনকুবেরদের সম্পদে সবচেয়ে বেশি পতন পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৪.৫ বিলিয়ন ডলার কমেছে। এদিকে, বার্নার্ড আর্নল্টের সম্পদ ৬.১১ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছ।
এছাড়াও, জেফ বেজোসের সম্পদ ২ বিলিয়ন ডলারের বেশি কমেছে। অর্থাৎ, বিশ্বের শ্রেষ্ঠ তিন ধনী শিল্পপতির সম্পদ প্রায় ১৩ বিলিয়ন ডলার কমতে দেখা গেছে। উল্লেখ্য যে, শীর্ষ ১০ ধনকুবেরের মধ্যে শুধুমাত্র স্টিভ বলমারের সম্পদ ৯৭১ মিলিয়ন বেড়েছে।