ফের বাজিমাত মুকেশ আম্বানির! ভারতে ফিরছে এক বিখ্যাত ‘চিনা ব্র্যান্ড’, তবে রয়েছে এই বিশেষ শর্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গালওয়ানে ভারত ও চিনা সেনার সংঘর্ষের পর একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে মোদি সরকার। কেন্দ্র নিরাপত্তাজনিত কারণে এই অ্যাপগুলি ব্যান করার সিদ্ধান্ত নেয়। নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় ছিল চিনা ফ্যাশন ব্র্যান্ড (Fashion Brand) ‘শেইন’ (Shein)। তবে দীর্ঘজটিলতার পর ফের ভারতের (India) মাটিতে ব্যবসা করতে আসছে ‘শেইন’।

মুকেশ আম্বানির রিলায়েন্সের (Mukesh Ambani Reliance) সাথে হাত মেলাচ্ছে Shein

এই উদ্যোগের নেপথ্যে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স (Mukesh Ambani Reliance)। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের হাত ধরে ভারতে ফিরতে চলেছে জনপ্রিয় এই চিনা ব্র্যান্ড। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এই সংস্থাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে ভারতের ‘ডেটা লোকালাইজেশন’ নিয়ম। এছাড়াও ভারতীয় সংস্থার কাছে সবধরনের ডেটা সংরক্ষণ তুলে দিতে হবে এই চিনা সংস্থাকে। 

পীযূষ গোয়েল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভারতীয় আইন ও নিয়মবিধি মেনেই ব্যবসা করতে হবে রিলায়েন্স ও শেইনকে। পীযূষ গোয়েল সংসদে ‘শেইন ‘ সম্পর্কে বলতে গিয়ে বলেন, রোডগেট বিজনেস পিটিই লিমিটেডের সাথে প্রযুক্তিগত চুক্তি সেরেছে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের অধীনস্থ আরআরএল (রিলায়েন্স রিটেল লিমিটেড)। মূলত সিঙ্গাপুর ভিক্তিক একটি সংস্থা রোডগেট বিজনেস।

আরোও পড়ুন : চতুর্থ টেস্টের আগেই ভারতের ঘুম ওড়ালেন কামিন্স! সামনে আনলেন “মেগা প্ল্যান”, মাথায় হাত রোহিতদের

এই সংস্থা শেইনের প্যারেন্ট কোম্পানি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশে শেইন শুধুমাত্র টেকনোলজি সরবরাহকারী হিসেবে কাজ করার অধিকার পাবে। এই সংস্থার সম্পূর্ণ মালিকানা ভারতে থাকবে রিলায়েন্সের হাতে। জানা গেছে, চুক্তিপত্রে এই লাইসেন্স সংক্রান্ত শর্ত পূরণ করেছে মুকেশের সংস্থা (Mukesh Ambani Reliance)। এছাড়াও শেইনের কোনো প্রকার অধিকার থাকব না ভারতের ডেটার উপর।

Mukesh Ambani Reliance and shein

রিলায়েন্স রিটেলের (Reliance Retail) অ্যাপে এবং রিলায়েন্স রিটেইলের অফলাইন স্টোরগুলিতে উপলব্ধ থাকবে শেইনের পণ্য। এছাড়াও ভারতে ব্যবসার ক্ষেত্রে কিছু বলার অধিকারীও হবে না এই চিনা সংস্থা। রিলায়েন্স রিটেইলের মালিকানাধীন সংস্থার অধীনেই পরিচালিত হবে তাদের ব্যবসায়িক কার্যকলাপ। চুক্তি অনুযায়ী, ভারতে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে না শেইন, তবে তারা লাইসেন্স ফি পাবে লাভের অংশ থেকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X