বচ্চন থেকে খান ফ্যামিলির বাচ্চারা পড়ে আম্বানিদের স্কুলে! আরিয়ান, সারার জন্য খরচ কত ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : কিং খান শাহরুখ খানের পুত্র-কন্যা থেকে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনি, হিন্দী ফিল্ম জগতের বহু নক্ষত্রের সন্তানরা পড়েছেন আম্বানি পরিবারের স্কুলে। আন্তর্জাতিক মানের এই স্কুলে পড়াশোনা করতে কত টাকা খরচ হয়েছিল জানেন? মুকেশের (Mukesh Ambani) পত্নী নীতা অম্বানী মুম্বাই শহরের বান্দ্রা এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্কুলের খরচ

মুম্বাইয়ের (Mumbai) এই স্কুলটির নাম রাখা হয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) প্রয়াত পিতা ধীরুভাই আম্বানির নাম। মুকেশ-কন্যা ঈশা অম্বানী সামলাচ্ছেন এই স্কুলের চেয়ারপার্সনের পদ। বলিউড পাড়ায় কান পাতলে শোনা যায় এই স্কুলে পড়াশোনার খরচ ১৪ থেকে ২০ লক্ষ টাকা। বলিউডের সাথে যুক্ত অনেকেই বলেন, কেজি ক্লাস থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আম্বানিদের স্কুলে পড়াতে গেলে প্রতিবছর খরচ হয় কমপক্ষে এক লক্ষ সত্তর হাজার টাকা।

আরোও পড়ুন : ঝালমুড়ি তো হামেশাই খান! কিন্তু, ইংরেজিতে কী বলে জানেন? উত্তর দিতে পারেন না ৯৯% মানুষই

মুকেশ আম্বানিদের (Mukesh Ambani) স্কুলে (School) অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলে প্রতিবছর খরচ করতে হয় অন্তত পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা। দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর পড়ুয়ারা চাইলে অন্য স্কুলে ভর্তি হতে পারেন। জানা যায়, এই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে প্রতি বছর খরচ করতে হয় কমপক্ষে ৯ লক্ষ ৬৫ হাজার টাকা।

আরোও পড়ুন : হাফ বেলার পর সব অফিস ছুটি! শনিবার আচমকাই ঘোষণা মুখ্যমন্ত্রীর, হঠাৎ কী হল?

আম্বানি পরিবারের এই স্কুল ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বমানের পরিকাঠামো রয়েছে এই স্কুলে। অত্যাধুনিক ক্লাসরুম, ব্যক্তিগত মেন্টর থেকে একাধিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা, এই স্কুল যেন সব পেয়েছি আসর। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে পদার্থবিদ্যা , রসায়ন এবং জীববিদ্যার জন্য গবেষণাগার এবং শিল্প , সঙ্গীত , সামাজিক বিজ্ঞান , ভাষা, কম্পিউটার স্টাডিজ এবং গণিতের জন্য শিক্ষা কক্ষ।

1721989551 8 2024 07 26t154651 715

বিভিন্ন বিষয়ের জন্য অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন এই স্কুলে। মুম্বাইয়ের বড় বড় বলিউড তারকার সন্তানেরা পড়াশোনা করেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে (Dhirubhai Ambani International School)। সেই তালিকায় যেমন রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান, তেমনই রয়েছেন সারা আলি খান, খুশি কপূর থেকে শুরু করে অনন্যা পাণ্ডে, নায়সা দেবগন, সারা তেন্ডুলকরের মতো তারকা সন্তানেরা।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর