জামনগরে তো হলই! এবার এইখানে আসর বসবে অনন্ত-রাধিকার ‘সেকেন্ড’ প্রি-ওয়েডিংয়ের, ডেট দেখুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান গোটা বিশ্বকে চমকে দিয়েছে। এবার দ্বিতীয় দফার প্রি-ওয়েডিং অনুষ্ঠান হবে আম্বানি পুত্রের। জানা যাচ্ছে, দ্বিতীয় দফার প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আসর বসতে চলেছে ইতালিতে। জানা গেছে, সিসিলিতে প্রি-ওয়েডিং সেরিমনি অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত।

এই অনুষ্ঠান উপলক্ষে হাজির থাকবে একটি ক্রুজ। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে অত্যন্ত কড়া নিরাপত্তা বলয়ে। আম্বানি পরিবার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে খুব ঘনিষ্ঠদের। এই প্রি-ওয়েডিং সেরিমনির পরেই অনন্ত-রাধিকার বিবাহ সম্পন্ন হবে। সূত্রের খবর, মুকেশ (Mukesh Ambani) ও নীতা আম্বানি হাজির থাকবেন এই অনুষ্ঠানে। ইটালির ক্রুজে থাকবেন অনন্ত আম্বানির দাদা আকাশ আম্বানিও।

আরোও পড়ুন : এবার মার্কেটে খেল দেখাবে Airtel! ৮৪ দিনের এই রিচার্জেই হবে বাজিমাত, আর টিকতে পারবে না Jio

এই অনুষ্ঠানে প্রায় ৩০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। ভারতীয় সেলিব্রিটিদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কিছু বিদেশি সেলিব্রেটিকেও। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে শাহরুখ খান ও তাঁর পরিবারকে। এছাড়াও আম্বানি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সালমান খানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

anant ambani

পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারাও। নিক জোনাস ছাড়া আর কোন বিদেশি সেলিব্রিটি অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তা এখনো জানা যায়নি। অনন্ত-রাধিকার বিবাহ অনুষ্ঠান জুন মাসের প্রথম দিকেই হওয়ার কথা। সূত্রের খবর, ইতালিতে এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের পর মুম্বাইতে বসবে বিবাহের আসর। এছাড়াও আরো একটি অনুষ্ঠান হতে পারে দিল্লিতেও।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X