আলিশান গাড়ি, চার্টার বিমান, প্রাইভেট জেট, কী নেই! অনন্ত-রাধিকার প্রিওয়েডিংয়ে তাক লাগানো অতিথি আপ্যায়ন

বাংলাহান্ট ডেস্ক : অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সামনের মাসেই সাত পাকে বাঁধা পড়বেন তারা। ছোটো ছেলের বিয়েকে সারা বিশ্বের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে উঠে পড়ে লেগেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। বিয়ের আয়োজনের ক্ষেত্রে থাকছে না একটুও কোন খামতি।

গুজরাটের জামনগরে প্রাক বিবাহ অনুষ্ঠান হয়ে গিয়েছে মাস কয়েক আগেই। এবার ২৯ শে মে থেকে প্রাক বিবাহ অনুষ্ঠান হবে বিদেশে। এই অনুষ্ঠানটি হবে ক্রুজে। বিভিন্ন ভিআইপি গেস্ট থেকে শুরু করে বলিউডের তারকারা সহ সেখানে আসছেন স্পোর্টসম্যানরাও। এরই মধ্যে এই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

   

আরোও পড়ুন : পরমের সঙ্গে গান গাইতেই তুমুল কটাক্ষ! টেনে আনা হল অনুপমকেও! ঠিক যা যা শুনতে হল পিয়াকে…

জানা গিয়েছে যে, অনন্ত এবং রাধিকার বিয়ের প্রাক অনুষ্ঠানে আপ্যায়িত অতিথিদের জন্য নাকি আম্বানিরা ১০টি চার্টার বিমান বুক করেছেন। এ লিস্টের অতিথিরা ২৮ মেতেই বার্সেলোনায় পৌঁছে গিয়েছেন। গন্তব্যে পৌঁছাতে বিশ্বের সকল তারকা অতিথিদের যাতে সমস্যা না হয় তার জন্য বিমানের ব্যবস্থা করেছেন আম্বানিরা।

আরোও পড়ুন : একটা সময়ে ভারতে নেতাজির ছবি সহ ছাপা হত নোট! স্বীকৃতি দিয়েছিল এই দেশগুলি

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গন্তব্যে পৌঁছাবে এই বিমানগুলি। বিমানের পাশাপাশি বারটি প্রাইভেট জেট ভাড়া করা হয়েছে। পরিবার পরিজন থেকে শুরু করে বিজনেস পার্টনার, বন্ধু, স্টাফ এবং নৃত্যশিল্পীদের নিয়ে যাওয়ার হবে এই জেট গুলিতে। শুধু তাই নয়, অতিথিদের জন্য দেড়শটি আলিশান গাড়ির ব্যবস্থাও রাখা হচ্ছে।

anant ambani

অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠানের মেনু থাকছে নজরকাড়া। বিভিন্ন ভারতীয় খাবারের পাশাপাশি থাকছে আন্তর্জাতিক মানের কিছু পদ। আলুর রস নাই গান বাজনা সবমিলিয়ে রাজকীয় পরিবেশ উপভোগ করবেন অতিথিরা। ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত অনন্ত রাধিকার এই প্রাক বিবাহ অনুষ্ঠানটি চলবে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতালি এবং ফ্রান্সে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর