আম্বানির নয়া চমক! শুরু করে ফেললেন আরও একটি কোম্পানি, জানা গেল “আসল প্ল্যান”

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি আরেকটি নতুন কোম্পানি শুরু করেছেন। এই কোম্পানির নাম Jio Finance Platform and Service Limited। যেটি Jio Financial Services Limited-এর একটি সহযোগী সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।

আম্বানি (Mukesh Ambani) শুরু করলেন আরও একটি কোম্পানি:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দেশের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত ১৫ অগাস্ট তার NBFC ডিভিশনের মাধ্যমে এই কোম্পানি গঠনের ঘোষণা করেছে। জানা গিয়েছে যে, আম্বানির (Mukesh Ambani)এই কোম্পানিটি স্টক ব্রোকিং এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের সুযোগ পাবে।

Mukesh Ambani started another company.

এমতাবস্থায়, Jio Financial Services Limited তার নতুন সহায়ক সংস্থা Jio Finance Platform and Services Limited গঠনের মাধ্যমে তার আর্থিক পরিষেবার পোর্টফোলিও সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই কোম্পানির জন্য ইনকর্পোরেটেড সার্টিফিকেট গত ১৫ অগাস্ট কর্পোরেট বিষয়ক মন্ত্রক জারি করেছে। ওই কোম্পানির ফাইলিং অনুযায়ী, প্রোমোটর, প্রোমোটর গ্রুপ এবং গ্রুপ কোম্পানি লেনদেনে কোনও অংশীদারিত্ব নেই। এছাড়াও, কোম্পানিতে কোনও সংশ্লিষ্ট ক্ষেত্রের লেনদেনও অন্তর্ভুক্ত নেই।

আরও পড়ুন: যে কাজ সারা বিশ্ব করতে পারেনি তা একটা ফোন কলেই করে ফেলবেন মোদী? সামনে এল বিরাট তথ্য

কোম্পানির পরিকল্পনা: ঘোষণা অনুযায়ী অনুমান করা হচ্ছে, এই আম্বানির (Mukehs Ambani) কোম্পানিটি ফাইনান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তার উপস্থিতি আরও প্রসারিত করতে চায়। এই পদক্ষেপটি স্টক ব্রোকিং এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য Jio Financial-এর চলমান প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ। কোম্পানিটির সদর দপ্তর হবে মুম্বাইতে। এদিকে, Jio Financial Services ১০,০০০ ইক্যুইটি শেয়ারের জন্য সাবস্ক্রাইব করার জন্য ১ লক্ষ টাকা প্রাথমিক বিনিয়োগ করেছে। যার প্রতিটির দাম ১০ টাকা।

আরও পড়ুন: ভিক্ষে করে হাসপাতাল তৈরি বিলেত ফেরত ডাক্তারের, বেঁচেছে হাজার হাজার প্রাণ! চমকে দেবে R G Kar-এর ইতিহাস

Jio Financial Services শেয়ারের দাম: উল্লেখ্য যে, Jio Financial Services শেয়ার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি। গতকাল অর্থাৎ শুক্রবার এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ২.৪০ শতাংশ। বর্তমানে একটি শেয়ারের দাম ৩২৭.৯০ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মুনাফা দিয়েছে ১৯.৬৭ শতাংশ। এদিকে, এক বছরে এই মুনাফা হয়েছে প্রায় ৩২ শতাংশ। কোম্পানির মার্কেট ক্যাপ হল ২.০৮ লক্ষ কোটি টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর