আচমকাই হু হু করে সম্পদ কমল মাস্কের! ধনকুবেরদের তালিকায় ঝড় তুললেন আম্বানি, টক্কর দিলেন আদানিও

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) ফের একবার ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে যোগ দিয়েছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গত মঙ্গলবার তাঁর মোট সম্পদ ১.৩০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। যার ফলে এই বছর তাঁর মোট সম্পদ ৩.৮৪ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ১৭ তম স্থানে রয়েছেন।

ধনকুবেরদের তালিকায় ঝড় তুললেন আম্বানি (Mukesh Ambani):

জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার গত জুলাই মাসে সর্বোচ্চ স্থানে পৌঁছেছিল। বর্তমানে সেটি সেই সর্বোচ্চ পর্যায় থেকে ১৮ শতাংশ নিচে লেনদেন করছে। বুধবারেও এই শেয়ারে কিছুটা পতন পরিলক্ষিত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে রিলায়েন্স তার রিটেল বিসনেস কুইক কমার্স থেকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এদিকে, জেএম ফাইন্যান্সিয়াল এই কোম্পানির শেয়ারের টার্গেট প্রাইস ১,৬৬০ টাকা রেখেছে।

Mukesh Ambani stormed the list of billionaires.

এদিকে, মঙ্গলবার আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদেও ১.৩৯ বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছে। বর্তমানে তিনি ৮৪ বিলিয়ন ডলারের সম্পদের পরিপ্রেক্ষিতে ধনী ব্যক্তিদের তালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছেন। এই বছর তাঁর মোট সম্পদ ২৬৪ মিলিয়ন ডলার কমেছে।

আরও পড়ুন: ফের গোটা দেশকে চমকে দিল IIT Kharagpur! ২ দিনে চাকরি হল ৮০০ জনের, মিলল ২.১৪ কোটির প্যাকেজ

সম্প্রতি, মার্কিন কৌঁসুলিরা গৌতম আদানি এবং তাঁর গ্রুপের কয়েকজন শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছিলেন। যদিও আদানি গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু এহেন অভিযোগের কারণে গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে (বিশেষ করে আদানি গ্রিন এনার্জির শেয়ারে) ব্যাপক পতন ঘটে।

আরও পড়ুন: ছেলেবেলার বন্ধুর সাথে দেখা! সচিনকে কাছে পেয়েই আবেগে ভাসলেন কাম্বলি, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

প্রথম তিনে কারা রয়েছেন: মঙ্গলবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৪.০৬ বিলিয়ন ডলার কমেছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৩৪৯ বিলিয়ন ডলার। এই বছর তাঁর মোট সম্পদ ১২০ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, গত মঙ্গলবার সর্বোচ্চ আয় করেছেন মার্ক জুকেরবার্গ। ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের সিইও-র মোট সম্পদ ৭.২০ বিলিয়ন ডলার বেড়েছে। শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় জেফ বেজোস (২৩৪ বিলিয়ন ডলার) দ্বিতীয় স্থানে এবং জুকেরবার্গ (২১৭ বিলিয়ন ডলার) তৃতীয় স্থানে রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর