বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির (Mueksh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফের একটি বিশেষ কারণে উঠে এল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার বার্ষিক রিপোর্টে জানিয়েছে যে তারা ২০২৩-২৪ অর্থবর্ষে ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা কর দিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই পরিসংখ্যান গত বছরের তুলনায় ৯,০০০ কোটি টাকা বেশি।
১.৮৬ লক্ষ কোটি টাকা কর দিলেন আম্বানি (Mukesh Ambani):
RIL-এর সবচেয়ে বেশি মার্কেট ক্যাপ রয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তথা RIL-এর মার্কেট ক্যাপ সর্বোচ্চ। আম্বানির (Mukesh Ambani) এই সংস্থা ২০২৩-২৪ অর্থবর্ষে ২০ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপের গণ্ডি অতিক্রম করা ভারতের প্রথম কোম্পানি হয়ে উঠেছে। অর্থাৎ, অন্য কোনও ভারতীয় কোম্পানি এখনও পর্যন্ত এই পরিসংখ্যান স্পর্শ করতে পারেনি। ওই অর্থবর্ষে মার্কেট ক্যাপ ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মার্কেট ক্যাপের দিক থেকে মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স বিশ্বে ৪৮ তম স্থানে রয়েছে। রিলায়েন্স ইতিমধ্যেই কনসোলিডেটেড রেভিনিউ ১০ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। জানিয়ে রাখি যে, গত অর্থবর্ষে রিলায়েন্স প্রায় ৩ লক্ষ কোটি টাকার রপ্তানি করেছে। বিনিয়োগের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রিলায়েন্স। বার্ষিক রিপোর্ট অনুসারে, রিলায়েন্স ২০২৩-২৪ অর্থবর্ষে ১ লক্ষ ৩৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে।
আরও পড়ুন: হবে না কোনও পরীক্ষা, কর্মস্থলও কলকাতায়! এই কেন্দ্রীয় সংস্থায় এবার কাজের সুযোগ, জারি বিজ্ঞপ্তি
কি জানিয়েছেন মুকেশ আম্বানি: এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানি (Mukesh Ambani) বার্ষিক রিপোর্টের প্রসঙ্গে বলেছেন, “গত দশকে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতিতে ভারতের গুরুত্ব বহুগুণ বেড়েছে। অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার এই বিশ্বে ভারত স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে উজ্জ্বল হয়েছে। সমস্ত ক্ষেত্রে শক্তিশালী বৃদ্ধি ১৪০ কোটি ভারতীয়দের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত এবং ভারতীয়ত্বের এই চেতনাই রিলায়েন্সকে ক্রমাগত উদ্ভাবন করতে এবং প্রতিটি প্রচেষ্টায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে অনুপ্রাণিত করে। ভারতের বৃদ্ধির কাহিনির অংশ হওয়া এবং ভারতের উল্লেখযোগ্য বৃদ্ধিতে অবদান রাখা রিলায়েন্স পরিবারের জন্য গর্বের বিষয়।”
আরও পড়ুন: ৩০,০০০ টাকার শপিং! ভারতে এসে চুটিয়ে কেনাকাটা করলেন শেখ হাসিনা, ফুরিয়ে ফেললেন টাকা
কোম্পানি CSR ফান্ডে ১,৫৯২ কোটি টাকা খরচ করেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি ফান্ডে (CSR ফান্ড) মোট ১,৫৯২ কোটি টাকা ব্যয় করেছে। এটি আগের অর্থবর্ষের তুলনায় ৩০০ কোটি টাকা বেশি। মুনাফা অর্জনের দিকেও প্রথম স্থানে রয়েছে আম্বানির (Mukesh Ambani) এই কোম্পানিটি। ২০২৩-২৪ অর্থবর্ষে কর-পরবর্তী মুনাফা ছিল ৭৯,০০০ কোটি টাকারও বেশি। যা গত অর্থবর্ষের তুলনায় ৭.৩ শতাংশ বেশি। গতবার এটি ছিল ৭৩, ৬৭০ কোটি টাকা।