বাংলা হান্ট ডেস্ক : টেলিকম সংস্থা থেকে শুরু করে রিটেইল কিংবা ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) প্রতিটি ক্ষেত্রেই নিজের প্রাধান্য বিস্তার করে চলেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আগেই জানা গিয়েছিল আম্বানি গোষ্ঠী ডিজনি প্লাস হটস্টারের (Disney+Hotstar) শেয়ার কিনে নিয়েছে। আর এবার জানা যাচ্ছে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম-এর মত জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম গুলিকে কড়া টক্কর দিতে জিও সিনেমার (Jio Cinema) সাথে ডিজনি প্লাস হটস্টারকে মিলিয়ে দিতে চলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা।
মিলে যাচ্ছে Disney Plus Hotstar আর Jio Cinema
কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের মতো দুটি ওটিটি প্ল্যাটফর্ম একসাথে চালাতে চায় না। তবে বিষয়টি এই মুহূর্তে অনুমোদনের জন্য আটকে রয়েছে। রিপোর্ট বলছে গুগল প্লে স্টোরে ডিজনি প্লাস হটস্টার ডাউনলোড করেছেন মোট ৫০০ মিলিয়ন গ্রাহক। অন্যদিকের জিও সিনেমার গ্রাহক রয়েছেন ১০০ মিলিয়ন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই স্টার ইন্ডিয়ার ডিজনি প্লাস হটস্টার এবং ভিয়াকম ১৮-এর জিও সিনেমা একত্রিত করে একটি বড় সংস্থা তৈরী করার কথা ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এরফলে ১০০ টিরও বেশি চ্যানেল এবং দুটি স্ট্রিমিং প্লাটফর্ম রাখার পরিকল্পনা করা হয়েছিল। যদিও সেই সাথে একাধিক হিন্দি ও আঞ্চলিক চ্যানেল-ও পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছিল।
আরও পড়ুন : ‘মদ্যপ’ অবস্থায় গাড়ি চালিয়ে জেলে! ৩ বার স্ত্রীর গর্ভপাত করিয়ে কি সাফাই দিয়েছিলেন সম্রাট?
মূলত সিসিএল-এর হাত থেকে রক্ষা পেতেই এখানে সিদ্ধান্ত নিয়েছে আম্বানি গোষ্ঠী। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের দাবি জিও সিনেমায় এবং ডিজনি প্লাস হটস্টারের মতো প্ল্যাটফর্ম গুলি মিলে গেলে বেকায়দায় পড়বে অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্স-এর মত ওটিটি প্ল্যাটফর্মগুলি।
RIL-এর বার্ষিক রিপোর্ট বলছে জিও সিনেমার প্রতি মাসে মাসিক সাবস্ক্রিপশন রয়েছে ২২.৫ কোটি। অন্যদিকে ডিসনি প্লাস হটস্টারের ব্যবহারকারী রয়েছেন মোট ৩৩.৩ কোটি। জানা যাচ্ছে, জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার শুধু নয়, ভয়াকম ১৯ -ও তাদের ওটিটি প্লাটফর্ম ভুটকেও জিও সিনেমার সাথে মিলিয়ে নিতে চলেছে। আর এই সমস্ত চ্যানেল মিলে যাওয়ার ফলে কোম্পানি প্রকৃত অর্থে অনেক সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।