বাংলাহান্ট ডেস্ক: করোনা আতঙ্ক গ্রাস করেছে সারা বিশ্বকে। ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশনের আখ্যা দেওয়া এই মহামারি থেকে বাঁচতে ইতিমধ্যেই লকডাউন ঘোষনা হয়ে বিশ্বের অধিকাংশ দেশে। ব্যতিক্রম নয় ভারতও। গোটা দেশ জুড়ে কোথাও চলছে আংশিক লকডাউন আবার কোথাও সম্পূর্ণ। এরই মধ্যে খোলা রয়েছে জরুরি পরিষেবা। তাই এই পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের ধন্যবাদ জানানোর জন্য করতালি ও ঘন্টা বাজানোর আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ডাকে সাড়া দিয়ে সমগ্র দেশবাসী গত রবিবার থালা, ঘন্টা বাজিয়ে ধন্যবাদ জানান ওই মানুষদের।
বাদ যাননি রিলায়েন্স জিওর মালিক মুকেশ অম্বানিও। তাঁর বিলাসবহুল বাসস্থান অ্যান্টিলিয়ার ছাদে উঠে ঘন্টা বাজাতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর ছেলে আকাশ ও পুত্রবধূ শ্লোকা অম্বানিও। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সারা বিশ্ব জুড়ে যখন ধনকুবেররা এগিয়ে আসছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য, অর্থসাহায্য করছেন। সেখানে মুকেশ অম্বানিকে দেখা গেল শুধু ঘন্টা বাজিয়ে ধন্যবাদ জানাতে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার সম্মুখীন হয়েছেন তিনি।
https://www.instagram.com/p/B-Cmpksnxpa/?igshid=geqx9q1q48pj
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, বিল গেটস ১০০ মিলিয়ন, জ্যাক মা ১৪ মিলিয়ন, কেন গ্রিফিন ৭.৫ মিলিয়ন ডলার অর্থসাহায্য করেছেন করোনা বিরুদ্ধে মোকাবিলার জন্য। সেখানে ভারতের সর্বাধিক তথা সারা বিশ্বের উনিশতম ধনী ব্যক্তি ঘন্টা বাজাচ্ছেন। আরও একজন লিখেছেন, মুকেশ অম্বানি অতিরিক্ত মাস্ক ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দিকটা দেখতে পারতেন। তাতে তাঁর অর্থ প্রাচুর্য কম হত না।
https://twitter.com/SalmanNizami_/status/1241807147874152448?s=19
তবে তারপরেই করোনা রোগীদের জন্য হাসপাতাল ও এমার্জেন্সি ফ্রি নেট পরিষেবা দেওয়ার কথা ঘোষনা করেন মুকেশ অম্বানি। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই হোলি পার্টির আয়োজন করার জন্য মুকেশ অম্বানি কন্যা ইশা অম্বানি সংবাদমাধ্যমের রোষের মুখে পড়েন। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ সহ বেশ কিছু তারকাও উপস্থিত ছিলেন এই পার্টিতে। সেখানে সামাজিক দূরত্ব বজায় না রাখায় সমালোচনার মুখে পড়তে হয় ইশাকে।