ট্রাম্পের শপথ গ্রহণে উপস্থিত থাকবেন আম্বানি দম্পতি! দিতে হল চাঁদাও? জানলে হবেন অবাক

বাংলাহান্ট ডেস্ক : শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি। এখন গোটা বিশ্বের নজর সেই দিকেই। শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক-প্রক্রিয়া। হাজির হবেন মুকেশ আম্বানিও (Mukesh Ambani)।

ট্রাম্পের শপথ গ্রহণে হাজির হবেন মুকেশ আম্বানিও (Mukesh Ambani)

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই ওয়াশিংটন উড়ে গিয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani)। জানা যাচ্ছে, বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের সাথে একই আসনে বসে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান চাক্ষুষ করবেন রিলায়েন্স কর্ণধার ও তাঁর স্ত্রী। আমেরিকার (United States of America) রাজধানী ওয়াশিংটনে ১৮ তারিখ ল্যান্ড করার কথা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির।

Mukesh Ambani will be present in Donald Trump oath

ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে শনিবার আয়োজন করা হয়েছে একটি স্বাগত অনুষ্ঠানের। আতশবাজি পোড়ানোর মাধ্যমে সূচনা হবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রাক-শপথ পর্বের অনুষ্ঠান। তারপর থাকছে ক্যাবিনেট অভ্যর্থনা ও ভাইস প্রেসিডেন্টের আহ্বানে একটি নৈশভোজ। সূত্রের খবর, এই দুটি অনুষ্ঠানেই যোগ দিতে চলেছেন মুকেশ ও নীতা।

আরোও পড়ুন : গ্রামে ছিল না বিদ্যুৎ-জল! চরম লড়াই করে নেন বড় সিদ্ধান্ত, আজ ১,০১,৩০০ কোটির সাম্রাজ্যের মালিক জয়

শপথের আগের দিন রাতে আমেরিকার (USA) হবু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ক্যান্ডেল নাইট ডিনারে অংশ নেবেন আম্বানি দম্পতি। সেখানে তাঁদের কথাও হবে ভাইস প্রেসিডেন্ট জেডি এবং উষা ভ্যান্সের সাথে। এবার অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে আম্বানি দম্পতি কি চাঁদার তহবিলের মাধ্যমেই আমন্ত্রণ পেয়েছেন রাজকীয় এই অনুষ্ঠানে? ট্রাম্পের শপথ অনুষ্ঠান কমিটি গোটা বিশ্ব থেকে বিপুল পরিমাণ তহবিল জোগাড় করে।

Mukesh Ambani will be present in Donald Trump oath

তহবিলে চাঁদা দিলেই থাকছে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী ভাবী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ। এমনকি মোটা টাকা চাঁদা দিলে রয়েছে বেসরকারি নৈশভোজেও যোগদান করার সুযোগ। তবে আম্বানি দম্পতি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র পেয়েছেন নাকি তহবিলের মাধ্যমে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে চলেছেন সেই বিষয়টি অবশ্য জানা যায়নি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর