চিনের দর্পচূর্ণ করতে এবার মাঠে নামলেন আম্বানি! নিলেন বড় পদক্ষেপ, জানলে উঠবেন চমকে

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা Jio এবার এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। যার জেরে প্রত্যক্ষভাবে প্রভাবিত হতে পারে পড়শি দেশ চিন (China)। ইতিমধ্যেই সকলের চোখ রয়েছে Jio-র তরফে সামনে আনা AI-এর দিকে। কারণ একাধিক বড় দেশ বর্তমানে সময়ে AI-কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এদিকে, এই AI প্রস্তুত করছে আমেরিকা। অন্যদিকে, চিন একটি AI ডেটা সেন্টার তৈরি করতে চলেছে। যা তাদের সম্পূর্ণ নিজস্ব হবে। এই আবহেই Jio- র তরফেও ভারতের জন্য একই কৌশল তৈরি করা হচ্ছে।

বড় পদক্ষেপ আম্বানির (Mukesh Ambani):

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুকেশ আম্বানি (Mukesh Ambani) ইতিমধ্যেই একটি আমেরিকান স্টার্টআপকে ফান্ড দিয়েছেন এবং তার সাহায্যে ভারতের AI সফর শুরু হতে চলেছে। এই কোম্পানির মালিকও একজন ভারতীয়। এদিকে, এই বিষয়টি সামনে আসার পরেই তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে সব মহলেই। সামগ্রিকভাবে বিষয়টি কিভাবে কাজ করবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। তবে, এই বিষয়টি স্পষ্ট যে, এহেন পদক্ষেপ চিনকে সমস্যায় ফেলতে পারে।

মুকেশ আম্বানি যুক্ত হলেন “TWO”-র সাথে: জানিয়ে রাখি যে, আকাশ আম্বানিকে নিয়ে আমেরিকা পৌঁছেছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। সেখানে তিনি স্টার্টআপ “TWO”-এর অফিস পরিদর্শন করেন। সেই সময় তিনি ওই সংস্থার ফাউন্ডার প্রণব মিস্ত্রির সঙ্গেও দেখা করেন। প্রণব তাঁর সোশ্যাল মিডিয়ায় এই বৈঠকের ছবি শেয়ার করেছেন। মূলত, TWO দ্বারা AI টেকনোলজিতে কাজ করা হচ্ছে এবং বিশেষ বিষয় হল এতে Jio অর্থাৎ মুকেশ আম্বানির সমর্থন রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আম্বানি কর্তৃক ২০ মিলিয়ন ডলারের একটি ফান্ড TWO-কে দেওয়া হয়েছিল। এদিকে, এখানে দক্ষিণ কোরিয়ার কোম্পানিও জড়িত ছিল।

Mukesh Ambani's big step to ace China.

আকাশ আম্বানির “ভিশন”: আকাশ আম্বানিও AI-এর ওপর যথেষ্ট জোর দিচ্ছেন। সম্প্রতি তিনি IIT বম্বে পৌঁছেছিলেন। সেখানেও তিনি AI নিয়ে আলোচনা করেছেন। বিশেষ বিষয় হল মুকেশ আম্বানি (Mukesh Ambani) এই স্টার্টআপের শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এই স্টার্টআপের প্রতি নজর দিচ্ছেন এবং ফান্ডের আয়োজন করছেন। এমতাবস্থায়, একটি সাক্ষাৎকারে প্রণব মিস্ত্রি জানান, “AI সম্পর্কে মুকেশ আম্বানির দৃষ্টিভঙ্গি বেশ পরিষ্কার। Jio-এর অংশীদার হওয়ার মাধ্যমে আমরা বাজারে প্রবেশের সুযোগ পাই।”

আরও পড়ুন: জমে গেছে খেলা! এবার প্রাক্তন আমলার বাড়িতে তল্লাশি ED-র, মিলল হিরে-সোনার ভাণ্ডার

মুকেশ আম্বানির প্রশংসা করেন প্রণব: এদিকে, ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) প্রশংসা করে প্রণব আরও বলেন, “প্রযুক্তির প্রতি মুকেশ আম্বানির আগ্রহ দেখে আমি অবাক হয়েছি। তিনি অনেক জটিল প্রযুক্তিও বোঝেন এবং প্রতিবার আমাকে অবাক করে দেন। তিনি প্রতিবার আমাকে অনুপ্রাণিত করেন। আমি কৃতজ্ঞ যে তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তিনি তাঁর বিজনেস আইডিয়া দিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছেন।” উল্লেখ্য যে, এর আগেও প্রণব মিস্ত্রি এবং মুকেশ আম্বানিকে বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: শূন্য রানে আউট হয়ে “লজ্জার রেকর্ড” গড়লেন শুভমান গিল, ছুঁয়ে ফেললেন কোহলিকেও

Jio-র AI: জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই AI সংক্রান্ত একটি নতুন ঘোষণা করেছে। ভারতের AI ল্যান্ডস্কেপে Jio অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুকেশ আম্বানি (Mukesh Ambani) কোম্পানির ৪৭ তম AGM-এও এটি উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে AI আগামী সময়ে কোম্পানির ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই AI সার্ভিস প্ল্যাটফর্ম Jio Brain ঘোষণা করেছে Jio। এর সাহায্যে AI অপারেশন সম্পন্ন হচ্ছে। যেখানে ফোন ট্রান্সলেশন এবং ট্রান্সক্রাইবকেও জায়গা দেওয়া হয়েছে।

বিভিন্ন অবতার: উল্লেখ্য যে, TWO-তে চারটি ভিন্ন মডেল দেখা যায়। যেগুলিকে “Sutra Family” হিসেবে ভাগ করা হয়েছে। যেগুলির নাম দেওয়া হয়েছে Sutra Light, Sutra Pro, Sutra Turbo, এবং Sutra Online। এগুলির সাহায্যে লার্নিং ও অবতার তৈরি সহ আরও একাধিক কাজ করা হবে। এমতাবস্থায়, এই AI উপলব্ধ হলে ভারত একটি বড় জয় পেতে চলেছে। ইতিমধ্যেই সংস্থাটি এই কাজ শেষ করার জন্য পদক্ষেপ গ্রহণ করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর