মুকেশের মতোই বেতন না নেওয়ার সিদ্ধান্ত আকাশ, অনন্ত ও ঈশার! পাবেন শুধু এই পারিশ্রমিকটুকু

বাংলাহান্ট ডেস্ক : আম্বানি পরিবার সম্পর্কে মানুষের কৌতূহল নতুন কিছু না। এই পরিবারের কর্তা মুকেশ আম্বানি (Mukesh Ambani) বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। মুকেশের স্ত্রী ও তাঁর সন্তানরাও সব সময় থাকেন লাইন লাইটে। মুকেশ আম্বানির তিন সন্তান অর্থাৎ আকাশ, অনন্ত ও ঈশা রিলায়েন্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কর্মকর্তা।

বর্তমানে রিলায়েন্স গোষ্ঠীর পরিচালক পদে রয়েছেন এনারা। তবে জানা গেছে এনারাও মুকেশ আম্বানির মতো রিলায়েন্স থেকে গ্রহণ করবেন না বেতন। পরিচালনা পর্ষদ এবং কমিটির সভায় যোগদানের জন্য শুধুমাত্র পারিশ্রমিক দেওয়া হবে তাঁদের। প্রসঙ্গত রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ২০২০-২১ আর্থিকবর্ষ থেকে রিলায়েন্স থেকে বেতন নেন না।

আরোও পড়ুন : চলতে চলতে লাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রেন! ফের বড়সড় রেল দুর্ঘটনা, ভাইরাল ভিডিও

আগস্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির দুই ছেলে আকাশ ও অনন্ত এবং মেয়ে ইশাকে কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার ঘোষণা করা হয়েছিল। রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালকদের পরিচালনা পর্ষদ বা কমিটির সভায় যোগদানের জন্য দেওয়া হবে ভাতা।

21mukesh nita2

পরিচালক হিসেবে কোম্পানি থেকে এই তিনজন বেতন পাবেন না। ইশা আম্বানি এই মুহূর্তে রয়েছেন রিলায়েন্সের খুচরা ব্যবসা রিলায়েন্স রিটেলের দায়িত্বে। টেলিকম ব্যবসা জিও-এর নেতৃত্ব দিচ্ছেন আকাশ ও রিলায়েন্সের জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবসার দায়িত্বে রয়েছেন অনন্ত। মুকেশ আম্বানি রিলায়েন্স গোষ্ঠীর দপ্তর সন্তানদের সমান ভাগে বিভক্ত করে দিয়েছেন।

 

 


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর