করোনার কারনে বিপুল আর্থিক ক্ষতি মুকেশ আম্বানির

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস সারা বিশ্ব জুড়ে অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলছে। মারাত্নক ভাবে কমেছে অপরিশোধিত তেলের দাম। প্রায় প্রতিদিনই নামছে শেয়ার সূচক। এর ফলে বিশ্বের প্রায় সকল কোটিপতি ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। করোনা ভাইরাসের কারণে ভারতে আর্থিক সংকট আরো গভীর হচ্ছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৪ ধনী ধনকুবের এখন পর্যন্ত প্রায় ৪ লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্বের শীর্ষ ২০ ধনী ব্যক্তির তালিকায় থাকা মুকেশ আম্বানি চলতি বছরের শুরু থেকে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে এখন অবধি ৪২ শতাংশ ক্ষতির মুখে পড়েছেন। অর্থাৎ , যদি কোনও দিনে 100 কোটি টাকা লোকসান হয় তবে 42 টাকা মুকেশ আম্বানির ক্ষতি হয়েছে।

মুকেশ আম্বানির 1 জানুয়ারী 2020-এর মোট সম্পদ 4,36,570 কোটি টাকা ছিল, যা 2020 সালের 20 মার্চ অবধি 3,440 মিলিয়ন বা 2,56,280 কোটি রুপিতে নেমেছে। অর্থাৎ, এই সময়ে, মুকেশ আম্বানির সম্পদ হ্রাস পেয়েছে প্রায় 1,80,290 কোটি টাকা।

Capture mukesh

প্রসঙ্গত,বিশ্বে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের ফলে তীব্র আর্থিক মন্দার আশঙ্কা দুইয়ের জোড়া আঘাতে এশিয়ার সর্বোচ্চ ধনীর খেতাব হারিয়েছেন মুকেশ অম্বানি। বর্তমানে এই খেতাবের অধিকারী আলিবাবার মালিক জ্যাক মা।

তেলের দাম ও করেনা ভাইরাসের কারনে রিলায়্যান্সের শেয়ারের দর পড়েছে হু হু করে। সোমবার শেয়ারের দাম পড়েছে ১২ শতাংশ। এই দুই কারনে আর্থিক ক্ষতি হলেও বিশ্বজুড়ে ক্লাউড কম্পিউটিং আর মোবাইল অ্যাপসের ব্যবসার রমরমায় সেই ক্ষতির অনেকটাই পুষিয়ে গিয়েছে জ্যাক মা-র। যে কারনে ২০১৮ সালে এশিয়ার সর্বোচ্চ ধনীর শিরোপা খোয়ানো জ্যাক মা ফের একবার শীর্ষে।

সম্পর্কিত খবর