খ‍্যাতির লোভে ছোট ছেলেমেয়েকে ঠেলে দেওয়া ইন্ডাস্ট্রিতে, তুনিশা-মৃত‍্যুর ঘটনায় বাবা মাকেই দোষারোপ মুকেশের

বাংলাহান্ট ডেস্ক: বলিউড হোক বা টলিউড, তারকাদের ঘনঘন আত্মহত‍্যার (Suicide) ঘটনা দুই ইন্ডাস্ট্রিতেই বড় সমস‍্যা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত‍্যু নিয়ে চর্চা তুঙ্গে হিন্দি ইন্ডাস্ট্রিতে। বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন পর্দার ‘শক্তিমান’ মুকেশ খান্না (Mukesh )। তিনি সরাসরি আঙুল তুললেন তরুণ অভিনেতা অভিনেত্রীদের বাবা মা দের দিকে।

মাত্র ২০ বছর বয়সে প্রয়াত হয়েছেন তুনিশা। নিজের সিরিয়ালের সেটেই আত্মহত‍্যা করেন তিনি। অতি সম্প্রতি সম্পন্ন হয়েছে প্রয়াত অভিনেত্রীর শেষকৃত‍্য। এদিনই একটি ভিডিও বার্তায় মুকেশ বলেন, ছেলেমেয়েদের প্রতিভা দেখেই খ‍্যাতির লোভে এই ইন্ডাস্ট্রিতে ঠেলে দেবেন না। কম বয়সের ভুলে এসব ঘটনা ঘটছে। কিন্তু মানুষ সবসময় কাউকে না কাউকে দোষ দেওয়ার জন‍্য পেয়েই যায়। এক্ষেত্রে তিনি শিজান খান।

Mukesh khanna
প্রয়াত তুনিশার প্রাক্তন প্রেমিক শিজানকে গ্রেফতার করা হয়েছে। অভিনেত্রীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন তিনি। এখন লভ জিহাদের প্রসঙ্গ তোলা হচ্ছে শিজানের ধর্ম পরিচয়ের জন‍্য। কিন্তু মুকেশ স্পষ্টই বলেন, পদবী খান মানেই যে লভ জিহাদ করবে এমনটা নয়।

ভিডিও বার্তায় তরুণী অভিনেত্রীদের বাবা মা দের প্রতি তাঁর পরামর্শ, প্রতিভা দেখেই মেয়েদের এই ইন্ডাস্ট্রিতে ঠেলে দেবেন না। তরুণীদের দিয়ে এখানে দিনের পর দিন অমানুষিক পরিশ্রম করানো হয়। ছোট শহর থেকে স্বপ্ন নিয়ে ছেলেমেয়েদের এই জগতে পাঠান বাবা মায়েরা। তাদেরকেই দোষ দেওয়া উচিত বলে মনে করেন মুকেশ।

তবে তিনি এও বলেছেন, সন্তানদের কাজে পাঠালেও মাঝেমধ‍্যেই বাবা মায়েরা যেন এসে দেখা করে যান তাদের সঙ্গে। নতুন জগতে, নতুন জীবনে তারা কতটা মিশতে পেরেছে সেগুলো সবসময় নজরে রাখা দরকার। ছেলেমেয়েদের বন্ধু হয়ে উঠতে হবে যাতে তারা মনের কথাগুলো বলতে পারে বাবা মাকে, মন্তব‍্য মুকেশ খান্নার।


Niranjana Nag

সম্পর্কিত খবর