বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বিপদের সম্মুখীন হয়ে চলেছে কপিল শর্মার (kapil sharma) জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শো’। কিছুদিন আগে সলমন খানের প্রযোজিত হওয়ায় সুশান্ত অনুরাগীদের ক্ষোভ গিয়ে পড়েছিল এই শোয়ের উপর। এবার ‘শক্তিমান’ খ্যাত মুকেশ খান্না (mukesh khanna) সরব হলেন কপিলের শোয়ের বিরুদ্ধে। এই শোকে ‘জঘন্য’ বলেও উল্লেখ করলেন তিনি।
সম্প্রতি মহাভারত অনুষ্ঠানের বেশ কয়েকজন তারকা হাজির হয়েছিলেন কপিলের কমেডি শোতে। কিন্তু দেখা মেলেনি ভীষ্ম ওরফে মুকেশ খান্নার। এই প্রসঙ্গে টুইটারে তাঁর অনুরাগীরা শোতে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি পরপর বেশ কয়েকটি টুইট করেন। কিন্তু পরে সেগুলো সবই ডিলিট করে দেন।
টুইটারে কপিলের শোকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন মুকেশ খান্না। এই বিষয়ে ফেসবুকেও একটি লম্বা পোস্ট লেখেন তিনি। কিন্তু পরে সেটাও ডিলিট করে দেন। টুইটে অভিনেতা লেখেন, ‘এই প্রশ্নটা ভাইরাল কেন হচ্ছে যে কপিল শর্মা শোতে ভীষ্ম পিতামহ কেন যাননি? কেউ বলছেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি, কেউ বলছেন তিনি নিজেই যাননি। এবার সত্যিটা হল ভীষ্মকে ছাড়া মহাভারত অসম্পূর্ণ। আমন্ত্রণ না জানানোর প্রশ্নই ওঠে না। আমি নিজেই যাইনি।’
তিনি আরো লেখেন, ‘এবার সকলে আমাকে এটাও জিজ্ঞাসা করবে কপিল শর্মা শোতে আমি কেন যাইনি। ওখানে এত বড় বড় তারকারা যান তাহলে মুকেশ খান্না কেন গেলেন না। এর কারণ কপিল শর্মা শো সারা দেশে বিখ্যাত হলেও আমার মনে হয় এর থেকে জঘন্য শো আর কিছু নেই। বোকামিতে ভরা, ডাবল মিনিং ও অশ্লীলতা দিয়ে ভরা রয়েছে এই শো। এখানে পুরুষরা মহিলাদের পোশাক পরে জঘন্য আচরণ করেন আর মানুষ তাই দেখে হাসে।’
অপর একটি টুইটে তিনি লেখেন, ‘এই শোতে কি দেখে মানুষের হাসি পায় আমি বুঝি না। একজনকে মাঝখানে বসায় যার কাজ শুধু হাসা। হাসি না পেলেও জোর করে হাসতে হবে। আগে এর জন্য সিদ্ধু ভাই বসতেন এখন অর্চনা বোন বসেন। কাজ একটাই, হা হা করে যাওয়া।’
একটি উদাহরণ দিয়ে মুকেশ খান্না এই শোয়ের কমেডির স্তর বোঝান। তিনি লেখেন, ‘এর আগে যখন রামায়ণের কাস্ট শোতে গিয়েছিল তখন রাম অর্থাৎ অরুণ গোভিলকে কপিল জিজ্ঞাসা করেন, আপনি সমুদ্রে স্নান করছেন। এমন সময় দূর থেকে কেউ বলে উঠল, আরে রাম জিও ভিআইপির অন্তর্বাস পরেন। আপনি এতে কি বলবেন? আমি শুধু প্রোমোটা দেখেছি।’
অভিনেতা এরপর লেখেন, ‘অরুণ জি যিনি কিনা শ্রী রামের ছবি নিয়ে ঘোরেন তাঁকে এইসব জঘন্য প্রশ্ন করা হচ্ছে। আমি গেলে কপিলের মুখ বন্ধ করে দিতাম। তাই আমি যাইনি।’