গরুকে জাতীয় পশু ঘোষনা করা হোক, গোমাংস খাওয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন ক্ষুব্ধ মুকেশ খান্না

বাংলাহান্ট ডেস্ক: গোমাংস ভক্ষকদের উপর চটে লাল ‘শক্তিমান’ মুকেশ খান্না (mukesh khanna)। ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। গোমাংস খাওয়ার তীব্র বিরোধিতা করে তিনি প্রশ্ন করেছেন, গোমাতা দের রক্ষা করার জন‍্য আমরা কি কল্কি অবতারের অপেক্ষা করছি? মুকেশ খান্নার ভিডিওটি ইতিমধ‍্যে বেশ ভাইরাল হয়েছে।

সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মুকেশ। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আপনাদের ঘরের মা বোনেরা যখন বিপদে পড়েন তখন কি আপনি অপেক্ষা করেন কখন পুলিস এসে ওদের বাঁচাবে নাকি অপেক্ষা করেন কখন মিলিটারি এসে ওদের বাঁচাবে? যখন আপনি কারোর জন‍্য অপেক্ষা করেন না তাহলে গোমাতা আমাদের সকলের মা, একথা সকলকে বলার প্রয়োজন পড়ে কেন?”

PicsArt 09 23 08.11.00 scaled
ভিডিওতে রীতিমতো ক্ষুব্ধ দেখা গিয়েছে মুকেশ খান্নাকে। তিনি প্রশ্ন ছুঁড়েছেন, “প্রকাশ‍্যে গোমাংস খাওয়া হয় কেন? মারা হয়, কাটা হয়, খাওয়া হয়, পাচার করা হয়। এত বলার পরেও এই সব চলছে কারণ কিছু মানুষ তো বাইরের দেশ থেকে খেয়ে আসে আর সেটা তাদের অভ‍্যাস হয়ে যায়। ওরা বলে এই মাংস ভাল। লজ্জা হওয়া উচিত আপনাদের। আর কিছু মানুষের তো এর ব‍্যবসা রয়েছে। বাইরের দেশে বিক্রি করে লক্ষ কোটি টাকা কামান তারা।”

https://www.instagram.com/tv/CUH9I_CIVmE/?utm_medium=copy_link

ভিডিওর ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘গোমাতা নিজের ভক্তদের দিকে কাতর চোখে তাকিয়ে থাকে যাতে যাতে তারা তাকে রক্ষা করে। তার ঘাতক তার ভক্ষকদের দিকে। কোনো মায়ের ছেলের সাহস হবে না তার গায়ে হাত তোলে।’ মুকেশের মতে, মহাভারতের ভীষ্ম পিতামহের মতোই গরুর আত্মাও পবিত্র বলে মানা হয়। সরকারের কাছে তাঁর আবেদন, গরুকে দেশের রাষ্ট্রীয় পশু ঘোষনা করা হোক। যুক্তি হিসেবে তিনি বলেছেন, বাঘ আত্মরক্ষা করতে পারে। কিন্তু গরু সেটা পারে না।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর