বিজেপির বরিষ্ট নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকভি রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করেছেন। নাকভি বলেছেন, পাপ্পুজি মিথ্যাবাদীর পাহাড়ে পরিণত হয়েছেন। রাহুল গান্ধী কৃষি আইনকে সম্পর্কে টুইট করেছিলেন। যারপর নাকভি পাল্টা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। রাহুল গান্ধী টুইট করে কৃষি আইন বাতিল করার দাবি করেছিলেন।
রাহুল গান্ধী টুইট করে লিখেছিলেন, ‘সোজা কথা, কৃষি আইন বাতিল করো। সময় নষ্ট করে সরকার অন্নদাতাদের ভাঙতে চাইছে। কিন্তু এটা হবে না, সরকারের অত্যাচারের বিরুদ্ধে দেশ ও কৃষকরা দাঁড়িয়ে থাকবে।’ মিডিয়া কর্মীদে মুখোমুখি রাহুল গান্ধীর এই টুইটের পাল্টা জবাব দেন আব্বাস নাকভি।
কেন্দ্রীয়মন্ত্রী বলেন, আমাদের পাপ্পুজি মিথ্যাবাদীর পাহাড়ে পরিণত হয়েছে। আপনি একটা ষড়যন্ত্রকারী সিন্ডিকেটের সহযোগী হয়েছেন। নাকভি আরো বলেন, যে কোনো উপায়ে দেশের পরিবেশ খারাপ করার, দেশের বদনাম করার ষড়যন্ত্র চলছে।
প্রসঙ্গত, কৃষি আইন নিয়ে রাহুল গান্ধী মোদী সরকারের উপর আক্রামক রূপ নিয়েছেন। প্রায় প্রত্যেক সভায় রাহুল গান্ধীকে কৃষি আইন নিয়ে কথা বলতে দেখা গেছে। লক্ষণীয় যে, কৃষি আইন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিতে শুরু করে দিয়েছে। বেশকিছু কৃষক নেতা পশ্চিমবঙ্গ সফরে আসার কথা বলেছেন। এক কৃষক নেতা খোলাখুলি ঘোষণা করেছেন যে, যদি পশ্চিমবঙ্গে বিজেপির হার হয় তবেই কৃষক আন্দোলন সফল হবে।